হিতোপদেশ: হঠাৎ ভাবনা
অফিসের এক সহকর্মীর সাথে কখা বলতে বলতেই হিতোপদেশের সেই গল্পটা মনে পড়ে গেলো। এক রাখাল বালক। দু’দফা বাঘ বাঘ বলে চেঁচিয়েছিলো। সেই শুনে প্রতিবেশিরা সবাই বাঘ বধের জন্যে ছুটে এসেছিলেন। কিন্তু বাঘ আসেনি। অবশেষে তৃতীয় বার সেই বালক যখন বাঘ বাঘ বলে চেঁচালো, তখন মিথ্যা ভেবে প্রতিবেশিরা কেউ আসেননি। বরং... বাকিটুকু পড়ুন


