somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

আমার পরিসংখ্যান

মীর সাজ্জাদ
quote icon
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তুমি চাঁদের মত।

লিখেছেন মীর সাজ্জাদ, ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৫২

তাকে বলেছিলাম,
তুমি চাঁদের মত,

সে খুশিতে আমায় ফেলে
তাঁরার রাজ্যে চলে গেল। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

মেঘের সাথে মেলা।

লিখেছেন মীর সাজ্জাদ, ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮


মেঘের সাথে মেলাই দু:খ
মেলাই না কেনো সুখ?
আনন্দে মেঘ উড়ে বেড়ায়
মেলে তার বুক।

সে বুকে তো দু:খ নেই
নেই মন খারাপের অসুখ,
বৃষ্টি সে তো পরোপকার
মাটির সাথে মিশুক।

মেঘ সে তো কালো
তবু তোমার চেয়েও ভালো,
শীতল করে আবহাওয়া
ঢেকে সুর্যের আলো।

মেঘের কারণে সুন্দর আকাশ
বাহারী প্রকার রূপ,
রোদের সাথে বৃষ্টি মিশে
রংধনু সাজে অপরুপ।

অনুভুতি সুবাতাস পেলো
বৃষ্টি এলেই এলোমেলো,
ছন্দগুলো রঙ খুজে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

একাকীর সাথী

লিখেছেন মীর সাজ্জাদ, ৩০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫০


ডাকছে তোমায় অভিলাষী মন
হাজার ভীড়েও আপন সে জন
দূরে থেকেও অতি নিকটে দুজন
জাল বুনে যাই স্বপ্নে সারাক্ষণ।

যত্নে রেখেছি এ ভালোবাসা
পূষেছি নিজেকে উজার করে,
হৃদয়ে তাই ভীষন রক্তক্ষরণ
অজানা আশায় যেন মনটা ভরে।

দিব্যি আমায় সুখী লাগে
অভিনয়ের চাদরে ঢেকে রাখি তারে,
সে যে আমার একাকীর সাথী
লুকিয়ে রাখি তাই মনের অগোচরে। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

ভালোবাসাময় সুখ দুঃখের কিছু লাইন।

লিখেছেন মীর সাজ্জাদ, ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:২৯

যে নারী
একাধিক ছেলের প্রেমে পরে
সে নারীর সুখ কচু পাতায় পানির মত।

যে তোমার
সে হাজার আলোকবর্ষ দূরে থাকলেও
তোমারই থাকবে।

বেদনার সাগরে হাবুডুবু খাই
আর সে বলে
আমি নাকি সূর্য স্নানে যাই।

পুড়ে যাওয়া শক্ত মনটাই দেখেছো,
ভিতরের নরম মনটা দেখতে পাওনি।

পাশে থেকেও কত দূরে ছিলে,
তোমাকে ছুলেও হৃদয়টা ছুতে পারিনি।

"হে নারী
খেয়াল রেখো সুখ কুড়াতে গিয়ে
দুঃখ কুড়িয়ে এনো না।"

"রাজ্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

বাস্তবিক লাইন ২

লিখেছেন মীর সাজ্জাদ, ২৭ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:১৩

"নিজেকে ঠকিয়ে গড়েছি ব্যথার শহর,
তবুও সে আমায় নাম দেয় সার্থপর।" বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

বাস্তবিক লাইন ১

লিখেছেন মীর সাজ্জাদ, ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৮

"যে প্রিয়জনের জন্য
নিজে ত্যাগ স্বীকার করে,
তাকে যাই বলো ব্যর্থ বলো না।" বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

অপরুপা অপ্সরী

লিখেছেন মীর সাজ্জাদ, ২০ শে মে, ২০২১ দুপুর ১২:৪৩


সুবাসবিহীন শহরে আজ কিসের ছড়াছড়ি
পাহাড় থেকে নেমে এলো সদ্য একটি পরী,
হৃদয় তাহার স্বচ্ছ প্রচুর প্রাণের সঞ্চারী
রুপের ন্যায় গুণেও সে খুবই সংসারী।

লাল বর্ণে আকা আজি তারি দেহখানী
দীঘল চুলে ঢেউ তুলেছে সত্যি মহারাণী,
হাত যেন তার মোমের তুলা দিচ্ছে হাতছানি
সরু ঠোটে বলছে কথা গোলাপের ঝলকানী।

কাজল চোখে মায়া একে চাহনীতে মহামারী
চিকন নাকের পাশে যেন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

রাত জাগেন?

লিখেছেন মীর সাজ্জাদ, ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩০


হাসি খুশি মুখটি তোমার
চেহারাতে তবু কিছের ছাপ?
কি করছো আজ বলোতো তুমি
রাত জেগে কি করছো পাপ?

কেউ তো করে তরঙ্গ প্রেম
আর কেউবা করে নেশা,
কেউবা মাতে অশ্লীলতায়
হারিয়ে সকল দিশা।

কেউতো করে অসৎ ধান্দা
মানুষ ঠকানোর ফন্দি,
কেউতো আছে নাইট ক্লাবে
নিয়ন আলোতে বন্দী।

কেউ কেউ তো ভেঙে পরে
হতাশা আর যন্ত্রনায়,
রাতের আধারে ঘুম হারিয়ে
এদিক ওদিক ছটফটায়।

কমই লোকই যায় জায়নামাযে
পরিশ্রমী... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

বর্বর জাতিকে হুশিয়ার।

লিখেছেন মীর সাজ্জাদ, ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২০

ইতিহাসের সেরা মানব, সেরা জ্ঞানী
প্রিয় নবী মুহাম্মদ স:,
বর্বর ওই মূর্খ জাতিকে
তার স: পরিচয় জানালাম,

তার স: বিষয়ে না পড়ে, না জেনে
যে কাজটি তারা করল,
অজ্ঞতার শহরের বসবাস করে
সর্বনাশের পথটিই তারা ধরল।

একে একে বিনাশ হবি
হয়ে যাবি একদম নিঃশেষ,
সময় থাকতে ক্ষমা চেয়ে
মুসলিম হয়ে গড় শান্তির পরিবেশ।

মুসলিম তোমাদের ভালো চায়
চায়না তোমরা হও বিপদগামী,
সেকারনেই প্রচার হয়... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

ভালো মানুষ কেবল কল্পনাতেই।

লিখেছেন মীর সাজ্জাদ, ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪০


দেয়াল ভেঙে বাড়ছে প্রাণী
মানুষ নামের মানুষ কই,
প্রাণীকুলের সেরা সে যে
বিবেক ছাড়াই বড় হই।

দূর হতে দূর বহু দূর
খুঁজে বেড়াই মহৎপ্রাণ,
অবশেষে ক্ষান্ত হয়ে
ঘরে ফিরি বিনা ত্রাণ।

কল্পনাতেই পুষি তারে
ভালো মানুষ বলি যারে,
ইচ্ছে মত সাজাই হাসাই
লিখে রাখি তাই নীল খামে।

তবুও যেন বাচার আশা
লাল রক্ত গায়ে নিয়ে,
চিরসবুজ ময়দানে আজ
হাটতে যেতেও ভয় করে।

পানির নাম জীবন সেতো
ভুলে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

নারী যেন হয় রমণী

লিখেছেন মীর সাজ্জাদ, ১৪ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০


ধরনীর বিস্ময় ভীষণ অচেনা
সুচিত্রা রুপী ওহে তুমি নারী,
বিলিয়ে মুগ্ধতার সুভাষ
হৃদয়ে দাগ কেটে ছড়াও মহামারী,

ফাগুন আহ্বানের মিথ্যে সম্বোধন
নিখুত দংশনে পুরুষ দিশাহারা,
শুকতারা তুমি লুকাও সুখ
সময় গড়িয়ে জীবন ছন্নছাড়া।

গল্পে শোনা এই বচন গুলো
জাল বুনে যায় অন্তরেতে,
দিনের আলোর ন্যায় স্বচ্ছ হয়ে
নারী কেনো যাচ্ছে না প্রতিজ্ঞাতে?

সংসারে নারী যেন পূর্ণতাসাধক
নতুন দ্বীপ জ্বালে অন্ধকারে,
এমন নারী যেদিন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

কবিতার প্রতি প্রেম

লিখেছেন মীর সাজ্জাদ, ০৭ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৮


চন্দ্ররথে মেলে চোখ
খুঁজে পাই আমি দিবালোক,
আলো ছায়ার বিচরণ মেলায়
আমার আনন্দ তোমার হোক।

দৃষ্টি জুড়ে প্রেমের নিশান
সৃষ্টি সুখে ভাসে চিত্ত মহান,
তৃপ্তি লাভে বৃদ্ধি পায় মান
পদ্য লেখার পাই প্রতিদান।

শিহরণ জাগে অন্তঃকরণে
দাগ কেটে যায় খেয়ালিপনা,
বৃদ্ধ হলেও কমবে না প্রেম
কবিতার জগতে আঁকি আল্পনা।

দূর হতে দূর যত দূর
পালিয়ে তুমি হও নিখোঁজ,
জীবত রাখবো তোমায় আমি
মৃত্যু অবধি প্রতিটি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

নারীরুপী পুরুষ

লিখেছেন মীর সাজ্জাদ, ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:২৪


নিরাপদ কাকা বলিল হাসিয়া
কদম পাড়ার খালপাড়ে বসিয়া,
নারী রুপি পুরুষের সংখ্যা
দিন দিন যেন যাচ্ছে বাড়িয়া।

কি পাইতে চায় নারী সাজিয়া?
হয়তবা কিছু পরিচিতির লাগিয়া,
অথবা নারী সঙ্গ পাবে ভাবিয়া
অস্তিত্ব তো যাচ্ছে ডুবিয়া।

পুরুষের বল কি যাচ্ছে কমিয়া?
দেখলেই তাদের রাখো চিনিয়া,
কথাগুলো আজ মন দিয়া শুনিয়া
কু স্বভাব গুলো রাখো দমাইয়া।

নারীকে সম্মানে বাড়ে পুরুষের মান
রুপ ধারণে নয়,
প্রকৃত পুরুষ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

ঝিনুকের পুত্র

লিখেছেন মীর সাজ্জাদ, ২৬ শে জুন, ২০২০ দুপুর ১২:১৪


শক্ত খোলসেই আবদ্ধ আমি
পরে রই যত্রতত্র,
চিনিনা জানিনা বাহিরের জগৎ
যেন আমি ঝিনুকের পুত্র।

কথার ভার যেন অতি ওজনদার
জলের ভারের চেয়েও বেশি,
সুপ্ত প্রতিভা লুকায়িত রেখে
বদ্ধ জীবনে ভাসি।

বক্ষপটের ফেবিকলে
আগলে রাখি মুক্তোটারে,
নিয়তি তা নেয় যে কেড়ে
স্বভাব দোষে থাকি সহ্য করে।

কান্না যেন আজ শব্দহীন
দৃশ্যমান যেমন বৃষ্টি রুপ,
সৃষ্টি করি পদ্য বিলাস
পূরণ করি এই শূন্য বুক।

আটকে রাখতে চাই... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৭৮৬ বার পঠিত     like!

বাবা নেই বলে।

লিখেছেন মীর সাজ্জাদ, ১৪ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬


রক্ত মাখা দেহটি ঘিরে
অশ্রু জলের অবাধ প্রলাপ,
ছোট্ট খোকা অবুঝ ভাবনায়
পায় না খুজে যোগ্য জবাব।

খোকাটি যে নিশ্চুপ আজ
বাবাটি তাহার আর যে নেই,
বিধির লিখন সত্য হয়ে
সৃষ্টিকুলের মৃত্যু হবেই।

মায়ের চোখের অশ্রু ধারা
শিহরণ দিয়ে বুকিটা কাঁপায়,
এই বয়সেই বাবা হারা
ফেলে দিল তাকে ভিন্ন ধাধায়।

বাবা যে কত আবদার স্থান
মাথার উপর বিশাল ছায়া,
খোকাটি আজ নি:স্ব হল
পাবে না... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৬৩৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬১৮৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ