‘মনে হয়, এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভাল…’
“স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দু-হাজার বছরেও সব মনে রাখে
ব্যাধের মতন জানে অরণ্যের আদ্যোপান্ত মূর্তি ও মর্মর
অথচ কাল বা পরশু কে ডেকে গোলাপ দিল, কিছুতেই বলবে না!”
বৃষ্টির নাচনটুকু টের পাচ্ছি অবলীলায় অথচ সেই সন্ধ্যা থেকেই আমি বিছানায় কাঁথা মুড়ি দিয়ে আছি। দক্ষিণের দরজাটা হাট করে খোলা। তার সামনে যে সামান্য খোলা জায়গা,... বাকিটুকু পড়ুন

