বিষণ্মতা প্রতিকারে কিছু লিখলাম, দেখতে পারেন বস।
মন খারাপ থাকলে বিষণ্ম লাগে, নানা কারণে মন খারাপ থাকতে পারে । প্রিয়জনের বিয়োগ ব্যাথায় মন খারাপ থাকে এটা নিয়ত 'সত্য' সবার জন্য প্রযোজ্য, প্রিয়জনের বিয়োগ ব্যাথাতে বিষণ্মতা দীর্ঘস্থায়ী হয়না যদি কাঁদেন, কেননা কান্নার সাথে মনবেদনা (বিষণ্মতা) কিছুটা সম্পর্কিত তবে যাদের স্মৃতি প্রখর তাদের স্মৃতিতে মাঝে মাঝে হারানো প্রিয়জন... বাকিটুকু পড়ুন


