বৃষ্টিগন্ধের এক সকালে..ঃ রশীদ িনউটন
টিপটিপ বৃষ্টিকে সঙ্গী করে এবারের ‘বাইক ফ্রাইডে’তে চক্কর খেলাম হাতিরঝিলে। চিরচেনা হাতিরঝিল। একই দৃশ্য, একই রূপ। তবু যেন মাতাল বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টির গন্ধ কিছুটা অন্যরকম আবেদনে আমাদের আপন করেছিলো হাতিরঝিল। কয়েকটা চক্কর কাটতেই রোদ্র-ছায়ার লুকোচুরি। লেকের জল সন্তর্পণে রং বদলানোর খেলায় মেতেছিলো যেন। আমার দৃষ্টির মোহমুগ্ধতার সাথে পেতেছিলো মিতালি।... বাকিটুকু পড়ুন

