somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দৃশ্য থেকে দৃশ্যান্তরে

আমার পরিসংখ্যান

সাদিক৯১
quote icon
ছাত্র
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

পাহাড়ের গায়ে ভেজা কান্না

লিখেছেন সাদিক৯১, ০৫ ই জুন, ২০১৭ রাত ১:২৭


ছবিঃ নেট থেকে
মানবিকতার গায়ে উইপোকা বাসা বেঁধেছে
তোমরা যে বলো সমরে আমরা
আমি যে বলি মানবিকতা
সত্য পথে বলিদানে
জুগিয়েছে প্রেরণা যুগে যুগে
পাহাড়ের গায়ে লাশের গন্ধ
গাছে গাছে কান্নার শব্দ
বিবেক তুমি জাগ্রত হও
সত্য তুমি মানুষ হও
বন্য শকুনেরা,মিছিলে তারা
শান্তির পতাকায় চলে বেহায়াপনা। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

শেষ প্রহর

লিখেছেন সাদিক৯১, ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪১

ঘূর্ণায়মান কক্ষপথের অভ্যন্তরে
অস্তিত্ব সংকটে _হারায় প্রাণ
পূর্ণিমার চাঁদ খাচ্ছে কুড়েকুড়ে
ক্লান্ত আকাশের অবশিষ্ট ।

পৃথিবীর সব অন্ধকার টুঁটি চেপে ধরে
সঙ্কুচিত হয় আয়ুষ্কাল
কন্ঠে বিদায়ী সুর
শুনেছ কি? দ্বিপ্রহরের রাতে।

আরো কয়েকটি পাতায় রক্ত ঝরে
অনন্ত গাঢ় মৃত্যু কীর্তন গায়
বোশেখের রাতের _শেষ প্রহরে। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

হৃদয় সংক্রান্তি

লিখেছেন সাদিক৯১, ১৪ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৬


ছবি- নেট থেকে
আমি তাকে নারী হিসেবেই চিনি
প্রেমিকা বললে _ভুল হবে
বাড়তি সৌন্দর্যের কারনে নয়
ঈশ্বরীয় ক্ষমতায় বিশ্বাসে_ আমার অবিশ্বাস নেই
সত্যি বলতে কি _তার ইচ্ছে গুলিকে স্পর্শ করেছি বারংবার
ঠিক চিবুক বুলিয়ে দেওয়ার মতো
সেই আমায় প্রথম স্পর্শ করতে শিখিয়েছে
বুনো হাঁসের মতোন
নারী কখনো কখনো... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

পারফিউম

লিখেছেন সাদিক৯১, ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩

সাড়ে তিন হাত মাটিতে এক খন্ড সাদা কাপড়
শিয়ালে খেয়েছে যারে,সে আমার উপরি ভাগ।
শ্মশান চিতায় দাউদাউ আগুনের শিখায়
উড়ছে যে ছাই
সেও আমার উপরি ভাগ।
সাত আসমান ভেদ করে উড়ে যায়
সে আমি কিংবা অন্য কেউ।
আমি গড়েছি যাকে,ছেড়ে ফেলেছি তাকে
উন্মুক্ত হাত ফেরি করে ঘুড়ে
শেষ যাত্রার পারফিউম
সে আমার ভাই,সে আমার পিতা
কিংবা অন্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

বেঁচে থাকার গান

লিখেছেন সাদিক৯১, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৫


চেয়ে দেখ হিমালয় অন্তহীন পথের বাঁক
বাস্তবতা বন্দী এসো উপত্যকা শোষিত বেলায়
বেঁচে থাকো প্রিয় ভূমি তুমি
আপন মহিমায় শাশ্বত ।

জেগে ওঠে প্রান বন্ধু পূর্ব দিগন্তে সন্ধ্যার নীলে
চেয়ে দেখ অরণ্যানী পরাজিত সন্ন্যাসী নই আমি
বেঁচে থেকো বেলা ভূমি
কাঞ্চনজঙ্ঘার কোলে।

ভাগীরথী তুমি পদ্মা বয়ে যাও ক্ষয়ে যাও ধীরে
কত আশা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

#বিষাদের #ইতিকথা

লিখেছেন সাদিক৯১, ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪


যতো আজ ভাবি ততো দূরে যাই
গহীন থেকে গহীনে
বিষাদের অববাহিকায় দিয়েছি ডুব
মোহিত তন্দ্রায়
বেঁচে আছি এই তাল-লয় হীন
শুঁকনো মরুর কাব্যে
এটাই কি জীবন?
তুমি কি জানো ?
বিষাদের অভয়ারান্যে
হেনেছো আঘাত হেমলক সম
দুঃখ নেই-এই তো আছি
বেশ ভালো-মৃত্যুপুরীর উপত্যকায়
কি নিদারুণ সুখে রাত হয়!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
মহুয়ার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

জল ভরা কামান

লিখেছেন সাদিক৯১, ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬


শুনেছ রাখাল,
দেশে হবে নাকি অক্সিজেনের আকাল
মহাজন রেখেছে হাত সংকুচিত করি
সংগ্রামী তোরা মর
আজন্মকাল ধরি।

তোমার রাজ্য, তোমার ধন
বন্ধু তোরা সকলি পর।

চালকের আসনে বসে প্রভু
মুখে পুরে পান
সাহস কত তোদের
গাইস সুন্দরবনের গান?

ক্ষমা করো প্রভু
আমরা অবোধের দল
কানাকড়ি চাই না
চাই চরনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

হু এম আই??

লিখেছেন সাদিক৯১, ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩


অন্তিম আলোয় মধ্য নীলাচলে
... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২২১ বার পঠিত     like!

দ্বিতীয় অধ্যায়

লিখেছেন সাদিক৯১, ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

চারদিকে নিস্তব্ধতার আঁধার
ঘিরে নিচ্ছে আমায় কোন এক অজানা যাত্রায়
বাবুদের কলের গান হয়তো শোনা হবে না
এই শহরের অলিতে গলিতে হয়তো পা পরবে না ।

বেশকিছু পরিচিত মুখ,সদ্য পরিচিত কিছু
খুঁজবে না আমায়,কোন অন্তহীন প্রতীক্ষায় ।

এই ছাব্বিশ বছর বয়সে যা কিছু দেখেছি
এখনো যে অনেক বাকী
আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

বিশ্বাস বুকেই থাক, অবিশ্বাসের ঘাড়ে চেপে

লিখেছেন সাদিক৯১, ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

বিশ্বাস বুকেই থাক, অবিশ্বাসের ঘাড়ে চেপে
নবান্নের নতুন ধানের গন্ধে
এক সময় বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল
যে কৃষক,
আজ তাদের মুখে হাসি নেই
শুধু আধো কঙ্কাল মার্কা
শরীরটুকু সাজিয়ে রেখেছে
নিজেদের চারপাশে ।
মাঠ চৌচির, মুখে খাবার নেই
জরাজীর্ণতায় মিলেমিশে একাকার ।
বাপ-দাদার মুখে শুনেছিলাম
গোলা ভরা ধান, পুকুর ভরা মাছের গল্প,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

ইশতেহার

লিখেছেন সাদিক৯১, ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৭

অন্ধকারে মিলায় অন্ধকার
আলো লক্ষ যোজন দূরে
যশ খ্যাতির কারবারি
শুন্য হাত ফেরি করে অজানা যাত্রায়।
প্রিয়তমার বিশ্বাস্য হাত কিংবা
অবিশ্বাসের ঘাড়ে শ্বাস, হয়তো বা না।
ভাঙা আয়নায় নিজের ছবি
সেটা ভাঙা সংস্কারে'রি প্রতিচ্ছবি
তবুও থামে না
বিশ্বাস চলে অদম্য গতিতে।
লেলিন,স্টালিন কিংবা মার্কস
ভর করে অভিশপ্ত অাত্বায়
বেঁচে থাকার তাগিদে চলে সস্তা বেশ্যাবৃত্তি
সেখানে বিশ্বাস কোথায়?
শুন্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

ভাঙ্গনের শব্দ

লিখেছেন সাদিক৯১, ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

ভাঙ্গনের শব্দ শুনি
অস্তিত্বের নিগূঢ় থেকে
দ্বিতীয় সত্ত্বা কথা কয়
অস্পষ্ট স্বরে।

ভাঙ্গনের শব্দ শুনতে পাই
সোয়া হাত দূরে।

আদিম দুর্বলতায় হাত
কড়া নেড়েছি বারংবার
কম্পমান জরায়ু বলয়ে
ঘুরছে আবহমান কাল।

ভাঙ্গনের শব্দ শুনি
অস্তিত্ব মার খায়
ইস্পাতের আবডালে ইস্পাত
রক্ত খেলায় রক্ত।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

ইশতেহার-২

লিখেছেন সাদিক৯১, ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩

ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয়তে
আঘাত করে বিশ্বাস
তারাদের মিছিলে খুঁজি কাব্য
অলিখিত ছন্দে।

অগণিত ল্যাম্পের লেলিহান শিখায়
উড়ে বিশ্বাস ইকারাসের ডানায়
নতুন করে প্রেক্ষাপট জাগায় ইশতেহার
মাথা গোঁজে পুরানো বিশ্বাসে।

নিষিদ্ধ চিত্রপটে ঝাঁপটা মারে
বিশুদ্ধ তুলির শেষ আঁচর।

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

‪#‎আওয়াজ‬

লিখেছেন সাদিক৯১, ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

এখানে শতবর্ষের ঐতিহ্যে ঘেরা
শান্ত দেয়াল ফাটা
এখানেই নিঃশ্বাস,এখানেই বিশ্বাস
কারিগর বাঁধছে জাল
ফাল দিয়ে বুকে,
চাপা পড়ে কিছু আর্তনাথ ।
এখানে তুমি আছ,আমি
বঙ্গীয় বাংলা বানানে ঘুণ ধরে
যেখানে নিঃশ্বাসে,
বিশ্বাসে ভেসে যায় দেহ।
যেখানে জাল বুনে,পায়ে পায়ে ছাপ মেরে
জলের ধারে স্রোত কাটে
কিচিরমিচির আওয়াজ,
সেখানে বাস্তু থেকে বাস্তুতন্ত্রে
মৃত্যু কূপ খনন চলে।
যেখানে বঙ্গীয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬৫৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ