তুমি কেমন আছ
তুমি কেমন আছ
কোথায় আছ?
হয়ত শীতের ঝরা পাতার মত
হয়ত বসন্তের অপেক্ষায়?
তোমার মাঝে কি রয়েছি... বাকিটুকু পড়ুন
তুমি কেমন আছ
কোথায় আছ?
হয়ত শীতের ঝরা পাতার মত
হয়ত বসন্তের অপেক্ষায়?
তোমার মাঝে কি রয়েছি... বাকিটুকু পড়ুন
একদিন এই সাগরটা আমার হবে
আমি হব তার
ভালোবেসে নীল জলে মিশে
হব একাকার ।
তার পর একদিন অনেক অনেক
নিষ্টুর কোন প্রেমিকের মত
ছেরে যাব তাকে কিছুই থাকবে না
শুধু হাহাকার।
তার পর কত কত নীল ঢেউ
এসে ফিরে যাবে জানব না আমি,
অনেক কষ্টে,অনেক আভিমানে
আরও লবণাক্ত হবে তার জল।
ধীরে ধীরে ক্লান্ত হয়ে শান্ত হয়ে
থেমে যাবে ঢেউ।
তারপর আবার খুজে... বাকিটুকু পড়ুন
এক জন ভেজাল কাঁচামালের ব্যবসায়ীর পরকীয়া প্রেমের পত্র
প্রিয় আম্বিয়া, আমার ফরমালিন দেয়া ভালোবাসা নিও আশাকরি বউ এর মোবাইল কোর্ট এ ধরা না খাইলে আগামী ৬ মাস ভালোবাসা নষ্ট হইব না। তুমি তো জানো তোমার বাপ ভাইরে পটাইতে কত চেষ্টা করছি শেষে কারবাইড দিয়া পটাইয়া তুমারে পাইছি। ইদানিং লক্ষ করতাছি... বাকিটুকু পড়ুন
কানপেতে শুনি আমি
পাহাড়ের গোপন কথা
জানতে পারলাম
আমার মত তারও যে
আছে অনেক ব্যথা।
অনেক কষ্টে আর অভিমানে
পাহাড় বলল আমার কানেকানে ... বাকিটুকু পড়ুন
অমি ঢেউহীন সমুদ্র এক
কষ্টের বালু চরে
আছরে পরি
কত হাজার বছর
রাত্রি দিন,
অমি মেঘহীন আকাশ এক ... বাকিটুকু পড়ুন
এসেছে নতুন সময়
কত রাত দিন হয়ে গেছে গত
রয়ে গেছি পুরনো আমি
পুরনো কিছু ক্ষত।
হ্রদয়ে স্বপ্ন যত
প্রতিদিন ভেঙে যায় কত, ... বাকিটুকু পড়ুন
অনুভূতিহীন হ্রদয় আর
দৃষ্টিহীন চোখে আমার
অন্তহীন প্রেম,
তোমার ব্যর্থ অপেক্ষায় ।
ক্লান্তিহীন প্রহর
যেন হ্রদয়হীন মৃত ... বাকিটুকু পড়ুন
রাত্রি তখন খুব হয়নি বেশি
আমার খোকা ঘুমের ঘোরে
বিছানায় করলো হিসি,
রাত্রি তখন ১টা বেজে ৪০
খোকা মুইত্তা ভিজাইলো তার ... বাকিটুকু পড়ুন
তপ্ত দুপুরের বেত খাওয়া কুকুরের মত করুন দৃষ্টি নিয়ে আর কখনই ডাকবো না তোমায়। তোমার হ্রদয়ে আর কখনোই ঝড়াবো না আমার অর্থহীন ভালোবাসার বৃষ্টি । আমার নোনা জলের অর্থ হয়তো তুমি আর কখনোই বুঝবেনা তবুও কিছু না বলা কথা কিছু সীমাহীন ভালোবাসা আজীবন তোমার ব্যর্থ অপেক্ষায়। সামনের কুয়াশা ঘন দিন... বাকিটুকু পড়ুন
তারপর এখানে অপেক্ষা ও
শেষ হয় একদিন
অনেক নক্ষত্রের মাঝে
নির্ঘুম একাকী আমি
দুরের কোন আকাশে।
তারপর একদিন ... বাকিটুকু পড়ুন

এখানে সময় আমার
স্তদ্ভ বিষাদময়
এখানে প্রেম আমার
জীবননান্দের কবিতা
যৌবন পেরিয়ে বার্ধকে
হ্রদয় দূরে দারিয়ে
কোন মায়াবতীর প্রতিক্ষায় ... বাকিটুকু পড়ুন
অমার হ্রদয়ে ছিল
শত জন্মের ভুল
ভেবে ছিলাম তুমি
বৃষ্টি শেষের স্নিগ্ধ বিকেল
ভোরের অলোয় প্রথম দেখা
শিশীর ভেজা ফুল
অমার হ্রদয়ে ছিল ... বাকিটুকু পড়ুন
পৃথিবী বর্নময় ধূসর অনেক
দৃষ্টিহীন চোখেও স্বপ্ন অনেক
সাদাকালো স্বপ্নেও
লাল নীল ছবি অনেক
না পাওয়ার কষ্টে ও এখন
আনন্দ অনেক। বাকিটুকু পড়ুন
কিছু রাত জাগা পাখির সাথে
অস্থির আমি ভোরের অপেক্ষায়,
অন্ধকার শুয়ে রয় আমার ভেতর
তবু আলোর খোঁজে পথিক
শিশীরে ধুয়ে যায় দুঃখ আমার
তপ্ত রোদের ভেতর। ... বাকিটুকু পড়ুন