সাধু সাবধান!!!
( সত্য ঘটনা অবলম্বনে)
ক্যামেরা, চিত্রনাট্য ও পরিচানলাঃ শিপু ভাই
বিশেষ ধন্যবাদঃ সাজিদ ঢাকা।
--------------------------------------------------------------------------------
একটি ছেলে রিক্সার জন্য ইতিউতি তাকাচ্ছে।

রিক্সাকে ডাকছে।

ছেলেঃ ঐ গুলশান ১ যাবি?

রিক্সাওয়ালাঃ ১২০ টাকা লাগবো।
ছেলেঃ ১০০ টাকা দিমুনে। চল।
রিক্সাওয়ালাঃ উডেন।

ছেলেঃ ৫০০ টাকা ভাংতি হইব?
রিক্সাওয়ালাঃ না।
ছেলেঃ দাড়া। ভাঙ্গাইয়া আনি।
ছেলেটা টাকা ভাঙ্গাতে সিগারেটের দোকানে যায়।
ছেলেঃ মামা, ১০টা বেনসন দাওতো!!!

টাকা ভাঙ্গিয়ে ছেলেটা রিক্সায় ঊঠে।

রিক্সা চলতে থাকে


কিছু দূর যাওয়ার পর একটি মেয়ে রিক্সা থামানোর জন্য হাত ইশারা করে।


রিক্সা থামালে মেয়েটা বলেঃ স্যরি ভাইয়া, আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে। আমি সামনেই নামবো। রিক্সা পাচ্ছি না। প্লিজ আমাকে একটু লিফট দেবেন???



ছেলেটা মেয়েটাকে ভাল করে দেখে।
ছেলেটা হাসিমুখে রাজি হয়। মেয়েটা রিক্সায় উঠে বসে।


মেয়েঃ থ্যাঙ্কু ভাইয়া।


মেয়েঃ ভাইয়া !! খুব রোদ!! হুডটা উঠিয়ে দিন।
ছেলেটা খুশি মনেই হুড তুলে দেয়।


মেয়েঃ ভাইয়া আপনি খুব ভাল। আপনি কোথায় থাকেন ভাইয়া?
ছেলেঃ আমি খিলগাঁও থাকি । আপনি?
মেয়েঃ আমি তালতলা থাকি।

কিছুক্ষনের মধ্যেই তাদের বেশ ভাব হয়ে যায়। হাত ধরাধরি। হাল্কা ইস্টু কুলুকুলু!!!!


রিক্সা চলছে~

হঠাত রিক্সা থামতে বলে মেয়েটি। থামতেই মেয়েটি নেমে যায় রিক্সা থেকে।

রিক্সা থেকে নামার পর পরই একটি বাইক এসে দাঁড়ায়। মেয়েটি বাইকে করে দ্রুত চলে যায়। ছেলেটা বেকুবের মত তাকিয়ে থাকে।



ছেলেটা গন্তব্যে পৌছে।

ছেলেঃ ভাইরে , তোরে ভাড়া দিতে পারুম্না। আমার লগে এক টাকাও নাই।

রিক্সাওয়ালাঃ ক্যান????? আপ্নে না ট্যাকা ভাঙ্গাইলেন???

ছেলেঃ মানিব্যাগটা নিয়া গেছে।
রিক্সাওয়ালাঃ কেডা???
ছেলেঃ ঐ মাইয়া!!!!

---------------------------------সো সাবধান!!!------------------------------
--------------------যত্র তত্র সুবিধা নেয়ার অসুবিধা আছে!!!-----------------
আগের ব্লগফিল্মঃ-
আমি বখাটে
মানছুরা
দানপ্রতিদান
দিলদরিয়া ইদ্রিস ভাই
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



