" দিলদড়িয়া ইদ্রীস ভাই"
(প্রচলিত একটি কৌতুক অবলম্বনে)
ছড়া, চিত্রধারন, সম্পাদনা, প্রযোজনা ও পরিচালনাঃ শিপু ভাই
ছড়াটাকে সাইজ করে দেয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা- পাহাড়ের কান্না ভাই।
দুলালের টংঘর- বেচে চা-পান
বৌকে দোকানে রেখে বাড়ি চলে যান।


ইদ্রীস ভাই বলে হাসি মুখে এসে,
"এক কাপ চা দাও- দুধ চিনি ঠেসে।"




মহল্লার ছোট ভাই আলী এসে বলে-
-"ইদ্রীস ভাই, একাএকা চা খেলে চলে?!?"

-"দাঁড়িয়ে আছিস কেন?-বসে পড় তুই।
ভাবী!!এক কাপ চা কে তুমি করে দাও দুই!!"

আলীর বন্ধু বাতেন- দোকানেতে এলে
বলে "ভাই চা হবে আমাকেই ফেলে??"

ইদ্রীস দেকে বলে-" ওগো ভাবীজান!!!
এক কাপ চা কে তুমি কর তিনখান!!"


কছুমিয়া, পরিচিত, এসে বলে-" ভাই।
কাজ করি বলে কি আর চা খেতে নাই?? "

হাসিমুখে বলে ইদ্রিস "আও কছু আও!!
এক কাপ চা কে ভাবী চার কাপে দাও।"





হাসি হাসি ইদ্রীস বলে- "চা টাতো বেশ!!!"
চুমুক দেয়ার আগে হয়ে যায় শেষ!!!!!!



চা খাওয়া শেষ হলে ইদ্রিস বলে,
"তোমার চায়ের কথা -ভাবি-লোক মুখে চলে।"


-"ভাবী!! কত বিল হল?
তাড়াতাড়ি কও-"


*
*
*
*
-"বিল দিতে হবে না! কাপ ধুয়ে দাও!!"

-------------------------------****************-------------------------
অভিনয়েঃদুলাল ভাইয়ের বৌ, মঞ্জু ভাই,আলী,বাতেন,কছু মিয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



