একটি মঞ্চ যাত্রা
'বৃষ্টি'-অদ্ভুত সুন্দর এক অনুভুতির শব্দ। আমি বৃষ্টি খুবই পছন্দ করি। বৃষ্টি আমার ভেতর অন্যরকম স্বপ্নাচ্ছন্ন অনুভুতির সৃষ্টি করে। যখন বৃষ্টি পড়ে, তখন আমার খুব ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে, বৃষ্টির মাঝে হেটে বেড়াতে। আমি কবি নই, কিন্তু বৃষ্টি আমার মাঝে ছন্দের সৃষ্টি করে; এ ছন্দ কবিতার নয়, এ ছন্দ অনুভূতির; কল্পনা... বাকিটুকু পড়ুন
আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। কিন্তু আমি জানি না আমি অদৌও স্বপ্নবাদী কি-না? স্বপ্নবাদীরা শুধু স্বপ্ন দেখে না, একে বাস্তবে রূপ দেবারও চেষ্টা করে। কিন্তু আমি আমার স্বপ্নগুলোকে নিষ্ক্রিয়তা আড়ালে হারিয়ে যেতে দেই। কিন্তু তারপরও আমি স্বপ্ন দেখি, কারন আমি মনে করি, একদিন এই স্বপ্নই আমাকে জাগিয়ে তুলবে; স্বপ্নের পথে... বাকিটুকু পড়ুন
