আমি স্বপ্ন দেখতে পছন্দ করি। কিন্তু আমি জানি না আমি অদৌও স্বপ্নবাদী কি-না? স্বপ্নবাদীরা শুধু স্বপ্ন দেখে না, একে বাস্তবে রূপ দেবারও চেষ্টা করে। কিন্তু আমি আমার স্বপ্নগুলোকে নিষ্ক্রিয়তা আড়ালে হারিয়ে যেতে দেই। কিন্তু তারপরও আমি স্বপ্ন দেখি, কারন আমি মনে করি, একদিন এই স্বপ্নই আমাকে জাগিয়ে তুলবে; স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবে।
যখন বৃষ্টি পড়ে, আমি স্বপ্ন দেখি এর মধ্যে হেটে যাবার। যখন আকাশ চাদঁ উঠে, তখন আমি স্বপ্ন দেখি, নির্জন জ্বোস্না-স্নাত রাতে একাকী নৌকায় বসে কোথাও হারিয়ে যাবার। আমি স্বপ্ন দেখি এক দ্বীপের, যেখানে আমি হেটে বেড়াবো সাদা বালির উপর দিয়ে.....তখন গাছের ফাকে ফাকে চাদ দেখা যাবে.....কাছেই শোনা যাবে সমুদ্রের গর্জন.....প্রচন্ড বাতাসে আমি আমার নিজস্বতাকে হারিয়ে ফেলবো।
অথবা কোন সুন্দর এক প্রাকৃতিক গ্রামে নদীর পাশ ধরে রাত্রিবেলা আমি হেটে বেড়াবো....আর উপভোগ করবো প্রকৃতির অকৃত্রিম সৌন্দযর্্য।
আমার স্বপ্ন শুধু প্রকৃতিকে নিয়েই নয়। আমি স্বপ্ন দেখি আত্নকেন্দ্রিক বাস্তবতা থেকে বেরিয়ে উচ্ছল-নিঃস্বার্থ জীবনধারার। আমাদের সমাজে আজ আত্নকেন্দ্রিকতা, অপ-সংস্কৃতি, নোংরা চিন্তাধারা প্রাধান্য বিস্তার করে আছে। সমাজ পরিবর্তিত হচ্ছে কিন্তু সেই পরিবর্তন হচ্ছে অন্ধকারের দিকে। আমি স্বপ্ন দেখি এ অবস্থা থেকে উত্তরণের। আমাদের তরুণ সমাজ এ অবস্থা ভেঙে নতুন সমাজ প্রতিষ্ঠা করবে। মানুষের সামথর্্য তখনই সীমাবদ্ধ হয় যখন সে লহ্ম্যকে অবাস্তব মনে করে। কিন্তু যারা স্বপ্নদেখে তারাই সামর্থের সীমাবদ্ধতাকে অতিক্রান্ত করে লক্ষ্য পুরন করতে পারে।
আমার স্বপ্নগুলো কোন অসম্ভব স্বপ্ন নয়, কিন্তু বাস্তবতার বাস্তবতার প্রেহ্মিতে একে অবাস্তব বলেই মনে হয়। তবে আমি আমার এই স্বপ্ন গুলোকে অবশ্যই বাস্তবতায় অনূদৃত করবো।
স্বপ্ন দেখতে কিছুই দরকার পড়েনা, কিন্তু তারপরও অধিকাংশ মানুষ স্বপ্ন দেখতে চায় না.... কারন সে বস্তুজগতের শৃংখলে এতটাই বাধা পড়েছে যে, তার স্বপ্ন দেখার সাহস নেই।কিন্তু একথা সত্য যে, স্বপ্নই মানুষকে তার জগতকে সুন্দর করতে শেখায়, তাকে সুন্দরভাবে বাচার প্রেরনা দেয়, তাকে জীবনের সৌন্দযর্্যকে অনুভব করতে শেখায়। তাহলে কেন আমরা স্বপ্ন দেখবো না? কেনো আমরা আত্নকেন্দ্রিক বাস্তবতায় জীবনকে অতিবাহিত করবো? এর থেকে চলো না আমরা স্বপ্ন দেখতে শিখি......তাহলে হয়তো-বা আমরা বাস্তবতার সন্ধান পেতেও পারি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




