somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

স্বপ্ন দেখবো বলে

আমার পরিসংখ্যান

সুমন কান্তি দাস
quote icon
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সময়

লিখেছেন সুমন কান্তি দাস, ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

দূরন্ত গতীতে ছুটে চলা সময়ের সাথে
পাল্লা দিতে গিয়ে ভূল করে কত্তবার ভেবেছি-
ঝাপটে ধরে থামিয়ে দেবো।
সে কথা দিয়েছিলো আমায়,
সাথে নিয়েই ছুটবে যেখানে খুশি।
অথচ দিব্যি সে এগিয়েই চলছে,
আমার দিকে ফিরে তাকানোর যেন
কোন প্রয়োজনই নেই তার।
কেউ কথা রাখেনা।

ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে
শুরু করা লেখা-পড়াটাও যখন টেনেটুনে
ডিগ্রির চৌহদ্দিতে এসে
মুখ থুবরে থমকে দাড়ালো,
বুঝতে আর বাকি থাকেনি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

স্বপ্নময়ী

লিখেছেন সুমন কান্তি দাস, ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৫

কতদিন দেখা হয়না মুখখানা তোর,
পাসওয়ার্ড লক করা গ্যালারীতে-
কোন বদল হয়েছি কি তোর চাঁদমুখে?
বলতে পারিস ভুলে যাওয়ার মতোই দূরত্ব
দেয়াল হয়েছে হৃৎপিন্ডকে আলাদা করে,
ব্যস্ততা সেখানে অজুহাত মাত্র!
সত্যিই তোকে কখনো পাওয়া হবে কি না
হয়তো সেভাবে হিসেব করিনি-
কিন্তু মুঠোফোনটা আলো ছড়াতো
দেয়ালে সাঁটানো তোর ছবিতেই।
তোর অবশ্য এতোসব জানার কথা নয়,
নির্লজ্বের মতো কত্ত যুদ্ধ করেছি স্বজনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

আমি ভালোবেসেছি তোমায়

লিখেছেন সুমন কান্তি দাস, ১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩২

অতঃপর ইহাই সত্যি-
আমি ভালোবেসেছি তোমায়।
বুড়ো বয়সে ভীমরতি ধরেছে কিংবা
উন্মাদের মলাট সেঁটে দিতে পারো গায়,
বলেছি তবু আবার বলবো-
আমি ভালোবেসেছি তোমায়।

পাওয়া না পাওয়ার হিসেব নেই কোন
কে মেনেছে কি মানবেনা কখনো
না'হয় একটু গা ভাসালাম বেপরোয়া হাওয়ায়
চীৎকার করে বলেই যাবো-
আমি ভালোবেসেছি তোমায়।

নির্লজ্জ না'হয় হলাম একটু
কি ক্ষতি যদি বুঝো আমায় আধটু
সূর্য্যতো আর পূর্ব ছেড়ে
উঠবেনা পশ্চিম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

শুধু তোমার জন্য সুর-তাল আর গান বেঁধেছি....

লিখেছেন সুমন কান্তি দাস, ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

চিকনী চামেলি,
তোমার কপালে টিপ পড়াবো বলে,চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম।তোমাতেই মগ্ন আমি ভুলেই গিয়েছিলাম,বামনদের চাঁদ ছোয়ার অধিকার নেই।তাই তোমাকে আর টিপ পড়ানো হয়নি আমার।বিদায়ী বসন্তের পড়ন্ত সুর্য্যের আবছা আলোয় মুখোমুখি দু'জনে মৌনতা ভংগের অপেক্ষায়,হঠাৎ হাওয়ার উদ্যম নৃত্যে তোমার মুখখানি আর দেখা হয়নি আমার।ফুলের দোকান থেকে বাছাই গোলাপ আনতে গেলে থামিয়ে দিলে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৯১ বার পঠিত     like!

আগমনী বসন্তের অপেক্ষায়

লিখেছেন সুমন কান্তি দাস, ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৯

বসন্ত এলো কবে
আবার নাকি যাচ্ছেও চলে,
আমি কেন বুঝিনি তবে
যাচ্ছে সময় কেমন ছলে।

আবার তুমি আসবে যখন
জানিয়ে দিও আগে থেকেই,
সাঁজবো তোমার মনের মতন
পথ চাইবো সেই আশাতেই। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

লিখেছেন সুমন কান্তি দাস, ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:২৬

বসন্ত এলো কবে
আবার নাকি যাচ্ছেও চলে,
আমি কেন বুঝিনি তবে
যাচ্ছে সময় কেমন ছলে।

আবার তুমি আসবে যখন
জানিয়ে দিও আগে থেকেই,
সাঁজবো তোমার মনের মতন বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

দায়মুক্তি

লিখেছেন সুমন কান্তি দাস, ০২ রা মে, ২০১৪ দুপুর ২:০০

মাঝরাতে চোখ যখন ঘুমের জন্য জ্বালা করে

অথচ ঘুম নির্দয়ের মতো বিদায় নেয়

তার দায় অবশ্যই তোমার নয়।



যখন পৃথিবী নিশ্চুপ

শুধু কয়েকটা রাতজাগা ঝিঁঝিপোকা

আর টিকটিকি সঙ্গী হয় মৌন আর্তনাদের ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

ন্যাড়ার মাথায় বেল

লিখেছেন সুমন কান্তি দাস, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

কেউ বলে ভাই সাধু আমায়

কেউ বা বলে চোর,

এসব সবি অসম খেলা

কার চাপায় কত জোড়।



নাহয় আমি সাধুই হলাম

কিংবা হলাম চোর ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

ঘুমন্ত পাণ্ডুলিপি

লিখেছেন সুমন কান্তি দাস, ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

আজ কোন দুঃখ নেই আমার-

নেই কোন হাহাকার,

এই বেশ ভালো আছি ভালোই আছি-

নেই কোন বিতৃষ্ণার বীভৎস চিৎকার।



হয়তোবা সময়গুলো নেই আর-

ফিরে দেখা চার বছর আগের মতো, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

আজকে শুধু...

লিখেছেন সুমন কান্তি দাস, ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

হঠাৎ করে বৃষ্টি বাবুর দমকা হানা,

তুমি আমি ভিজবো দুজন নেইতো মানা।

সারাদিনের ভ্যাপসা গরম অবশেষে,

ঠেলবো দূরে ভালোবাসার ঘোর আবেশে।

আহ্লাদেতে হবো দুজন আহ্লাদিত,

শিরায় শিরায় পরবে যে টান পুলকিত।

বলবে এসে কানে কানে এই শোননা, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

শুধু তোমাকেই দেখবো বলে

লিখেছেন সুমন কান্তি দাস, ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

শুধু তোমাকেই দেখবো বলে কত্ত বাহানা করেছি -

আজ হেঁটেছি কত মাইলের পর মাইল,

বৃষ্টি মাথায় করে উদ্ভ্রান্ত ছুটেছি অনন্তের দিকে।

পাশের বাড়িতে চায়ে চুমুক দিতে গিয়ে

আনমনা হয়ে ঠোট জ্বালিয়েছি-

শুধু তোমাকেই ভেবে ।

ঐ ব্যাটা শকুন দৃষ্টি রেখেছিলো আমার উপর, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

কাঁদিসনে মা,সত্যের রবি উঠবেই

লিখেছেন সুমন কান্তি দাস, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

কেন কাঁদিস মা নিভৃতে বল,

বিচার পাসনি বলে-

আমরা মানুষ নই'যে রে মা-

ভিড়েছি অমানুষের দলে।



কান্নার শুরু মা চল্লিশ বছর আগে,

এখনও চলছে তাই- ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

তোমাকে লেখা খোলা চিঠি

লিখেছেন সুমন কান্তি দাস, ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৮

মানুষ তার অবস্থান থেকেই তার ভাবনাটা ভাবে,তুমিও না হয় ব্যতিক্রম হলেনা!!!

গতানুগতিক প্রেমিকের তালিকায় নাম লেখাতে পারিনি,কিংবা-

ভালবাসাবাসির জোয়ারে গা ভাসাতে পারিনি ডুবে মরার ভয়ে,

আমি যে সাতারই শিখিনি......

কত্ত সহজে উগলে দিলে জমে ছিলো যত ক্ষোভ তোমার,

নির্বাক রোবটের মতো শুনে যাওয়া ছাড়া কোন উত্তরই ছিলনা-

আমিতো জানি সত্যিটা কি...? ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

ফিরে আয়

লিখেছেন সুমন কান্তি দাস, ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৯

তোর কারনে অকারন কেন নিত্য পোড়ে মরা,

সংসার ধর্ম পায়ে ঠেলে সন্যাসী বেশ ধরা ।

বেশতো ছিল ফেলে আসা দিন স্বপ্ন চোখে আঁকা,

হঠাৎ কেনো স্বপ্নভঙ্গ চোখে আঁধার দেখা।

তোর নামেরই বদনাম হলো সকল জনের কাছে,

কেমন করে সই বল অসব বলে যখন পাছে।

সব কপালে সুখ সয়না আমারও বুঝি তাই, ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!

বেলতলার ন্যাড়া

লিখেছেন সুমন কান্তি দাস, ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০৬

চোর আমি ডাকু আমি-

বলোনাকো,

আমার কথায় কিছু মনে-

করোনাকো।



ছেড়া তারের মাথা আমার-

হয়েগেছে নষ্ট, ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৮১৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ