হেরেছি; হারাইছি
ও পদ্দার ঢেউরে, মোর শুন্য হৃদয়ের পদ্য নিয়ে যায়; যায়রে পদ্দার ঢেউরে
এই পদে ছিলোরে যার রাংগা পা; আমি হারায়েছি তারে
পদ্দার ঢেউরে…
মোর পরাণের বধুঁ নাই, পদে তাই মধু নাই; নাইরে
বাতাস কাদেঁ বাহিরে, সে সুগন্ধ আর নাইরে
মোর রুপের সরশিতে; আনন্দের মৌমাছি; নাহি ঝংকারে ... বাকিটুকু পড়ুন

