থেমে যেতে যেতে একবার কোন মতে;
জোর করে যদি একবার হেঁটে যেতে;
বেছে নিতে যদি একবার বড় ভালো হত।
একবার শুধু একবার কোনমতে
চোখ মেলে যদি একবার দেখে নিতে
দেখে নিতে যদি একবার বড় ভালো হত।
মেনে নিয়ে নিয়ে দিনগুলো গেলো মেনে নিতে
সঞ্চয়গুলো গুনে গুনে বেঁধে নিতে
গেঁথে নিতে শুধু কৃপনের বরষিতে এলো পুকুরের পুটিঁমাছ
ধান নিয়ে গেলো বম্বেতে বর্গিতে,
গানে গানে বুলবুলিটাকে দোষ দিতে
ফিরলে না তুমি কোনদিন সংগীতে নিভে গেলো উনুঁনের আচ
মার খেতে খেতে বেধোড়ক মার খেতে
মরে যেতে যেতে বেঁচে থেকে মরে যেতে
বেঁচে নিতে যদি একবার বড় ভালো হত।
থেমে যেতে যেতে একবার জোর করে
নিতে যদি তুমি নিঃশ্বাস প্রানভরে,
বেছে নিতে যদি একবার বড় ভালো হত।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



