আমি চাইনা তোমার সাথে লড়তে, চাইনা তোমার মাথায় উঠে চোড়তে,
চাইনা তোমাকে ভাংতে কিংবা গড়তে, চাইনা তোমাকে করতে ব্যবহার
চাইনা তোমাকে পড়াতে কিংবা খেলতে,
চাইনা তোমাকে পারতে কিংবা ফেলতে
নেভাতে কিংবা জ্বালতে কিংবা পুষতে কিংবা পালতে...
একটা বন্ধু হবে কি বল তুমি আমার,
শুধু বন্ধু হবে কি বল তুমি আমার,
একটা বন্ধু হতে কি পারবে তুমি আমার।।
আমি চাইনা তোমাকে ঝাটাঁতে কিংবা বেকাতে
কাচাঁতে কিংবা পাকাতে কিংবা ঠকাতে,
চাইনা তোমাকে ভীষন কিছু শেখাতে, নেই যে আমার কিছুই শেখাবার,
চাইনা তোমাকে বাড়াতে কিংবা কমাতে,
তোমার হৃদয় গলাতে কিংবা জমাতে
হবে না তোমাকে কোন মতেই আমার মতন হতে...
একটা বন্ধু হবে কিবল তুমি আমার
শুধু বন্ধু হতে কি পারবে তুমি আমার
একটা বন্ধু হতে কি পারবে তুমি আমার।
চাইনা তোমাকে আমি বেঁধে রাখতে, চাইনা তোমার মনে ছবি আঁকতে
চাইনা তোমাকে খুলতে কিংবা ঢাকতে, তোমার পিছু ডাকতে বারবার,
চাই যে তুমি নিজের পথেই চল, নিজের মতটা নিজেই খুলে বল,
বয়স তোমার যতই হক না সত্তর কি ষোল...
একটা বন্ধু হবে কি বল তুমি আমার,
একটা বন্দু হতে কি পারবে তুমি আমার,
শুধু বন্ধু হবে কি বল তুমি আমার।।
--------(অঞ্জনের গান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



