সময়টা পুরোপুরি মনে না থাকলেও এটা মনে আছে ২০০৯ সালের কোন এক সময় সামুর সাথে আমার পরিচয়। কিভাবে পরিচয় বা কে পরিচয় করিয়ে দিয়েছিল আজ তার কিছুই মনে নেই , সম্ভবত এমনি ব্রাউজিং করতে গিয়ে সামুতে লেখা কারো কোন গল্প পড়তে সাইটে প্রথম প্রবেশ করি। যেহেতু আমি গল্প টাইপ লেখা পড়তেই বেশি পছন্দ করি তাই এইটা হওয়ার সম্ভাবনাই বেশি! সেই যে ঢুকলাম আর জালে আটকা পড়লাম ! সামুর মায়াজাল ! নিজের পারসোনাল কম্পিউটার ছিল না হাতের জাভা মোবাইল দিয়েই ইন্টারনেট চালাতাম ! ভার্সিটিতে প্রথম বছর চলতেছে, ভর্তি পরিক্ষায় প্রথম হয়ে চান্স পেলেও ইতিমধ্যে বুঝে গেছি পড়ালেখা আসলে অনেকটাই বিরক্তিকর জিনিস...আমার দ্বারা এসব হবে না !প্রথম সারির চেয়ার ছেড়ে পাক্কা ব্যাকবেঞ্চার হলাম। সময় কাটানোর জন্য সবাই যখন ফেসবুকিং বা গেমস খেলে আমি তখন সামুতে লম্বা লম্বা সব পোস্ট পড়ি ! আমার বন্ধুরা অবাক হইতো, মামা কি এতো পড় আর একা একা হাসো !! আমি বলতাম, মামারা এর মজা যে কি যে ব্লগে না ঢুকছে সে বুঝবেনা ! সেই থেকে শুরু ! কবিতা অতো পড়তাম না , নাস্তিকতা পছন্দ করতাম না এর বাইরে বাছবিছার ছাড়া সকল পোস্ট পড়তাম। নির্বাচিত পাতায় একটার পর একটা পড়তে পড়তে আগেরদিনের পড়া পোস্ট পর্যন্ত গেলে ফিরে এসে আবার প্রথম পাতায় ঢুকতাম ! গল্প পড়তাম, রম্য পড়তাম, বাংলাদেশকে জানতাম , সিনেমা নিয়ে রিভিউ পড়তাম, ভ্রমণ কাহিনী পড়তাম, ভালোলাগার অসীম রাজ্যে হারিয়ে যেতাম !
যাদের জন্য আমি সামুতে পাঠক হিসেবে ঢুকলাম তাদের সবার নাম আসলে এখন মনে নাই, বেশিরভাগই ব্যক্তিগত কারনে বা অভিমানে সামুর মায়া ত্যাগ করেছেন। অনেকে তো চিরদিনের জন্যই আমাদের ত্যাগ করেছেন। ইমন জুবায়েরভাই, রহস্যের জগতের সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য, মিথোলজিতে আমার তৃষ্ণা মেটানোর জন্য, গল্প লিখে আমার মন ভরিয়ে দেওয়ার জন্য , জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন। এই দুইটা লাইনকে এতো গভীরভাবে উপলদ্ধি করিয়ে দেওয়ার জন্য আপনাকে কখনো ধন্যবাদ দেওয়া হল না আমার। যেখানে আছেন, জানি সেখানে এসব ইহজাগতিক ধন্যবাদের কোন দরকার নেই কিন্তু আপনার জন্য আমার শ্রদ্ধামিশ্রিত দোয়া অবশ্যই সবসময় থাকবে।
ব্লগের সবচেয়ে জনপ্রিয় কে ছিলেন ?
নানা মুনির নানা মত থাকতে পারে তবে একজন পাঠক হিসেবে আমার কাছে নাফিস ইফতেখারকেই সবচেয়ে জনপ্রিয় মনে হত ! একেকটা পোস্ট মানে হিটের বন্যা ! আহা, স্বঘোষিত হিটসীকার, ফেমসীকার (ফান করে) দাবী করা ব্লগারদের আড্ডায় মুখর থাকত সামু। পাঠক ছিলাম, মন্তব্য করার অধিকার ছিল না কিন্তু মনে হত আমিও সবার সাথে আড্ডা দিচ্ছি। নিজেকে কখনোই আমার বাইরের কেউ মনে হত না।
আচ্ছা, ডিসকো বান্দরএখন কোথায় আছেন ? উনার বাঁদরামি পোস্টগুলো আমার খুব ভাল লাগত। বাঁদরামির ফাঁক দিয়ে উনি জাতিসংঘে চাকরি, বিভিন্ন দেশে মাইগ্রেশন নিয়ে মারাত্মক সব পোস্ট করতেন।
অথবা ফিফা? ফিউশন ফাইভকে এতো রহস্যময় মনে হত কেনো ? উনিওতো বোধহয় ব্লগ ছেড়ে দিছেন। উনার সংকলন পোস্টগুলো খুব কাজে দিত। ভালো কোন পোস্ট কিছুতেই মিস হতো না !
এই সময়ে অনেকের অনেক গল্প পড়েছি। মনে দাগ কাটে যাদের লেখা তাদের মাঝে রিয়েল ডেমোন, ,অপু তানভীর,জিকো ভাই,ড়ৎশড় , ত্রিনিত্রি আপু, সালেহ তিয়াস(লেজকাটা বান্দর) , মেংগো পিপলনাজিম ,ইনকগনিটো,নোমান নমিসহ আরো অনেকে। অপু তানভীর ভাইয়ের লেখা মাঝখানে কিছুটা একঘেয়ে হয়ে গেছিল(আমার কাছে) এখন আবার উনার চমতকার সব রোমান্টিক লেখাগুলো মন ভালো করে দেয়!
বৈচিত্রময় সব ব্লগপোস্টের জন্য যাদের ব্লগে পড়ে থাকতাম তাদের মধ্যে বিডি আইডল, নিম চাঁদ,রাগিব ,কাল্পনিক ভালোবাসা, কবি ও কাব্য,মামুন রশিদ ,দূর্যোধন, জালিস মাহমুদ , এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, মানবী আপু , জুন, শায়মা আপু ,আরজুপনি আপু, সোনাবীজ অথবা ধুলোবালিছাই ,জুল ভার্ন, ত্রিশোংকু, অন্য মনস্ক শরৎ, ম্যাভেরিক, আমি তুমি আমরা, কুঁড়ের বাদশা , রবিন মিলফোর্ড ,বাংলাদেশ জিন্দাবাদ,হাসান মাহবুব, স্বদেশ হাসনাইন , রাজসোহান,জাহাজী পোলা ,জিশান শা ইকরাম, মাহমুদুল হাসান কায়রো এদের নাম আপাতত মনে পড়তেছে।
যাদের রিভিউ এবং সাজেশন্স দেখে সিনেমা দেখতে ভরসা পেতাম তাদের মাঝে নাফিস মুনতাসির, কাউসার রুশো,শাহরুখ সাকিব এদের কথাই মনে আছে।
ব্লগের নিজস্ব ভাষারীতির কারনেই আসলে সবচেয়ে বেশি মজা হত। পোস্টে পিলাচ, কমেন্টে ঝাঝা , পুত্তুম পিলাচ , মাইনাচ , শোকেসে নিলাম , আপনাকে ধইন্যপাতা , মডু ইত্যাদি এখনো ব্যবহার হয়। মজা পেতাম ব্লগারদের দেওয়া নিকনেম দেখে ( এই মুহুর্তে শুধু কাভা আর হামা ভাইয়ের নাম মনে আসতেছে )।
সাম্প্রতিক বিষয়ে ভালো কোন পোস্ট আসলে সেটাকে স্টিকি করার জন্য মন্তব্যের পর মন্তব্য পড়ত। আবার স্টিকি হওয়ার পর দেখা যেত এই পোস্ট এতোদিন স্টিকি কেন এই নিয়ে তুলকালাম বিতর্ক !
এইসব প্রিয় ব্লগারদেরকে খুব মিস করি যারা এখন আর ব্লগে পদধূলি দেন না।অনেকে অভিমানে সকল পোস্ট ড্রাফটে রেখে হারিয়ে গেছেন। অনেকে আবার ফেসবুকেই রেগুলার হয়েছেন বৈচিত্র বেশি বলে।
সেইসব ব্লগারদের প্রতি ভালোবাসা রইল যারা মাঝখানের বিতর্কিত , ঝঞ্ঝাবহুল সময়েও মায়া ছাড়তে পারেননি , এখনো ব্লগে আছেন সামুকে ভালোবেসে।
আমার নিজস্ব দুইটা মজার ব্যাপার বলে পোস্টটা শেষ করব।
১। মোবাইল কিছুদিন পর পর বদলাতাম বলে আমি প্রিয় ব্লগারদের ইউজারনেম মুখস্থ করতাম । যেমন benqt60 , abcdefsaleh2180 , disco_bandor, incognitorulz,3741, invincible41,hudaijala ইত্যাদি।
২। অনেকদিন পর্যন্ত নোটিশবোর্ডকে আমি একজন ব্লগার হিসেবেই জানতাম !
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




