তিস্তানন্দিনী ঃ সাহিত্যের ছোট কাগজ
কুয়াশার ছায়া নামা জলকুন্ডে
পিপাসার্ত চিতল হরিন
শঙ্খলাগা শঙ্খচূড় জারুলের নিচে
শুকতারা আব্ছা হয়ে আসে
বৃষ্টি নামে আমার শিকড়ে ... বাকিটুকু পড়ুন
ঠোঁটের ভাঁজে দৃশ্যমান লাল
কাঁপিয়ে দিল
আপাদমস্তক,
কুঁড়ি জানে অমোঘ কৌশল ইশারায়
সেই নিষিদ্ধ মেয়ে
বালু খুঁড়ে খুঁড়ে তোলে ... বাকিটুকু পড়ুন
ডুবে গেছে শীৎকার মন্ত্রপাঠ
কবে সেই দুপুরেরও আগে
ঘুড়ির হুল্লোড় ছিঁড়ে সুতো-বোনে জটিল বুনন
কানাগলি বুকের ওপর
কন্ঠনালীতে চাপ,
সুচতুর গিঁট ছিঁড়ে
মুঠোয় ধরেছি আজ ... বাকিটুকু পড়ুন
পুতুলঘরের চালা ওড়ে
ভেসে যায় কোজাগরী রাত
লক্ষীর পা-ছাপগুলি
খসে পড়ে সোনার বাকল লাল টিপ
অমাবস্যার নদী হেসে ওঠে
পৃথিবীর সপ্তপদী থামে না কখনো ... বাকিটুকু পড়ুন
এ-বড় সহজ কথা নয়
পুড়ে যাওয়া চাঁদোয়ার নিচে
অবিরল নক্সী কাঁথা বোনা
ভাঙা-ভাঙা ফাটলের রাতে
মোমদানে আলো জ্বেলে রাখা--
এ-বড় সহজ কথা নয়-- ... বাকিটুকু পড়ুন



