সাগর-নৌকো ছিল নাকো-
আবদেরে ঠোঁট নাগরদোলা-দিনে?
শরতের চৌখুপি রোদের ভেতর
হারানোর ছিল কি কোনো কৃষ্ন-কিশোর
ভাদ্র জোৎস্নামাখা ছায়াকথা সব।
তুমি কি নদী ছিলে নারী ছিলে কারো?
মাছ-মারা মানুষের জবাফুল চোখ দেখেছিলে
রাতের জানালা খুলে রেখে
তুমি কি নদী ছিলে নারী ছিলে কারো?
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




