আমার বাবার জবানবন্দি-২য় পর্ব
আসলে মুজাহিদর মতো এত জানা একটা ছেলের মনোজগত সম্পর্কে জানা আমার মতো ব্যবসা বুদ্ধির অশিক্ষিত এক মানুষের কাছে অসাধ্য ছিল বললে খুব বেশী বলা হয় না। আমি শুধু অনুমান করতে চাইতাম। তার মনের কি অবস্থা। আমার ইচ্ছা ছিল আমার ছেলে পড়ালেখা শেষ করে গ্রামে ফিরবে, আমার ব্যবসাটাকে আরো বাড়িয়ে তুলবে।... বাকিটুকু পড়ুন

