এক নওজোয়ান জেহাদি জানতে চায়, হুজুর 'পাক সার জামিন সাদ বাদ' কী,এইডা কি আল্লাপাকের বাণী? রহিমুদ্দিন রসুলপুরি একটু অবাক হয়,জিহাদি আসল কথাটিই জানে না, তিনি বলেন এইডা হইল দুনিয়ার সেরা সঙ্গীত,এইডা আমরা ১৯৭১-এ হারাই ফেলছি,এইডা আমগো ফিরাই আনতে হইব,আবার দ্যাশটারে পাকিস্থান বানাইতে হইব।তোমাগো লিগা আমি ১০০০ পাক সার জামিনের ক্যাছেট লইয়া আইছি,আমগো পাকিস্থানের মুরুব্বিরা দিছে,আরো দিব। তোমরা সবাই ফজরে জহুরে এশার পর এই ক্যাছেট বাজাইয়া শোনবা,দ্যাকবা তোমগো মধ্যে জোশ জাইগ্যা ওঠতেছে।এই ক্যাছেট শুনলে ছওয়াব হইব।
(লেখাটি হুমায়ুন আজাদের পাক সার জামিন সাদ বাদ থেকে নেওয়া)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




