এই লেখাটা কপিপেষ্ট করাহয়েছে, যায়যয়দিন ভালবাসা বিশেষ সংখ্যা ২০০৫থেকে।
ভালবাসা এক। কিন্তু এর অনেক নাম। মানুষের যেমন অনেক ডাকনাম থাকে তেমনি ভলোবাসার ও অনেক ডাক নাম আছে। আপনাদের জ্ঞাতার্থে নিচে কিছু কমন ডাক নাম আলোচনা করব।
১.ভালোবাসা। এই নামটা আমরা সবাই জানি।
২.প্রেম। ডাক নাম হিসেবে সর্বপ্রথম যেই নামটি আসে তার নাম প্রেম।
৩.পিরিতি। প্রেম বেশিদিন লাষ্টিং করলে তা পিরিতি নাম ধারণ করে।
৪.ভাব।পিরিতি গভীর হলে লোকে তখন বলে অমুকের সঙ্গে অমুকের বড় ভাব।
৫.ডুবে ডুবে জলখাওয়া। ভাবের উপর সর জমলে তখন তাকে ডুবে ডুবে জলখাওয়া বলে।
৬.ইটিস-পিটিস. ডুবে ডুবে জলখেতে-খেতে বেপারটি যখন দৈহিক মিলনের দিকে ধাবমান হয় তখন তা ইটিস-পিটিস নামে কানাকানি হতে থাকে।
৭.ফষ্টি-নস্টি। ইটিস-পিটিস যখন কানাকানি হতে থাকে কিবালোক সমাজে রাস্ট্রহয়ে যায় তখন তা ফষ্টি-নস্টি নাম ধারণ করে।
৮.লটর-পটর। বিয়ের আগে গর্ভধারণ করলে তাহা সমাজে লটর পটর নামে অভিহিত হয়।
এ ছাড়া আরো কোন নাম কারো জানা থাকলে শেয়ার করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




