
আমি আরও মন খারাপ করে বললাম, “না, কিছু হয় নাই।“;
ভাইয়া, “কি হয়েছে আমাকে বল?আম্মু কিছু বলেছে?”
আমতা আমতা করে বললাম, “ আমি একটা জিনিস কিনতে চাই। টাকা নাই। আম্মুকে বললে জীবনে ও দেবে না।“
ভাইয়া অনেক অবাক হয়ে বলল,” কি জিনিস সেটা”?
আমি বললাম, “পারফিউম”।
ভাইয়া, “ তোমার তো দেখি শখ-আহ্লাদের শেষ নাই!!!তো কোনটা কিনবা ঠিক করেছ?”
আমি, “ হুম, এলিজাবেথ আর্ডেন”।
ভাইয়া অবাক এবং সেই সাথে গর্জে উঠে বলল, “ এলিজাবেথ আর্ডেনের দাম জানো। তোমাকে বেচলে ও ওই টাকা দিয়ে এলিজাবেথ আর্ডেন কেনা যাবে না। আর তুমি তো কিনবা কোন ফালতু জায়গা থেকে। ২ নাম্বার কিনবা। ভালো জায়গা থেকে আসল ব্র্যান্ড কিনলে অনেক দাম হবে। এখন এই সব ফালতু চিন্তা বাদ দিয়ে পড়াশুনা করো। যখন নিজের টাকা হবে তখন যত ইচ্ছা পারফিউম কিনতে পারবা ……….ইত্যাদি ইত্যাদি ।“
অপমান, অপমান, অপমান!!!! আমাকে বেচলেও এলিকে কেনা যাবে না।এত্ত বড় কথা!!!
এর ২-৩ মাস পর সামুতে ব্লগার মুভি পাগল ভাইয়ার পারফিউম নিয়ে লেখা পড়ে ছিলাম। সেটাতে শুধু ছেলেদের পারফিউম এর কথা উল্লেখ আছে। ওই পোস্ট প্রিয়তে রেখেছি। যদি কখনও কাউকে গিফট করার দরকার হয় সেজন্য! কিন্তু ছেলেদের পারফিউম দিয়ে আমি কি করবো!!আজিব!!
শিরোনামে ব্লগার আপুদেরকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু ব্লগার ভাইয়ারাও সাদরে আমন্ত্রিত।আজকাল ভাইয়ারাও আপুদের সাথে থেকে থেকে পারফিউম সম্পর্কে অনেক কিছু জানেন। আশা করি উনারাও উনাদের সুচিন্তিত মতামত দেবেন।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




