ওই যে না বলতে পারা কথা গুলো যেটা মুখে আসে ঠোঁট দিয়ে বের হয় না।
এরকম আমার অনেক ব্যাথা আছে, শুধু আমার না মধ্যবিত্ত ঘরের প্রায় ছেলেদের আছে, যেমন আমার টাই ধরুন না, পরিচিত অনেক কাছের মানুষ যারা ভালো জায়গায় সেটেল, কেউ কেউ উদ্যোত্তা হয়ে ছোটখাটো কোম্পানি দিয়ে বসেছে। অনেককেই শ (১০০)+ খানেক ছেলে/মেয়ের কাজের যোগান দিয়েছে বেতনও ভালো।
অথচ আমার চাকরি নেই, ইনকামের পথ নেই!
আমি কোথায় কিভাবে চলছি সেটা জানে, পায় হেঁটে চলি নাকি ভ্যানে যাই তাও জানে, পকেটের অবস্থা কিরূপ ভালোই জানে, জানবেই না কেনো মাসে দুয়েকবার কথা কয় তো আমাদের সাথে।
কতবার বলা হয় একটা কাজের ব্যাবস্থা হবে নাকি দেখো যে কোনো কাজ হলেই হয় নিজের খরচ টা অন্তত চলুক!
অতপর তাদের কাছে শুনি আচ্ছা দেখতেছি।
শেষ তারপর আর কথা কয় না.......
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



