
এনসিপির জল্লাদরা, ফেইসবুক জেনারেলরা ও ৫/১০ জন ব্লগার মিলে ৭ সিষ্টার্সকে আলাদা করে দিবে বলে চীৎকার দিয়ে ভারতের মানুষজনকে অবজ্ঞা ও বিরক্ত করার ফলে ভারতের ২২ কোটী মুসলমানকে সেখানকার উগ্র সনাতনীদের পক্ষ থেকে নির্যাতেনের জন্য ভালো ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
সব মুসলিম দেশে জংগী মুসলমানেরা দেশের অন্য মুসলিমদের উপর হত্যাকান্ড চালায়েছে; ভারতে এই ধরণের হত্যাকান্ড (সনাতনীরা সনাতনীদের ) কখনো ঘটেনি; তাদের মাঝে বর্ণপ্রথার কারছে কালে ভদ্রে ২/৪ জন হত্যা করার ইতিহাস আছে মাত্র।
বাংলাদেশের ধর্মীয় জংগীবাদের বর্তমানের কার্যক্রমের ফলে সনাতনী থেকে মুসলমানেরাই বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ও ভবিষ্যতে আর হবে। আমেরিকান ক্যু'তে ভাড়া খেটে জামাত-শিবির-এনসিপি ও তৌধিদী জনতা কি পরিমাণ ছাত্র/পুলিশ ও আওয়ামী সাপোর্টারকে হত্যা করেছে ও চাকুরীচ্যুত করেছে? কি পরিমাণ শিক্ষককে অপমান করে চাকুরীচ্যুত করেছে, কি পরিমাণ মানুষ নিজের চাকুরী/ব্যবসা ফেলে পালিয়ে গেছে, কতজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায়েছে?
ধর্মীয় জংগীবাদীরা বাংলাদেশে মুসলমানদের ক্ষতি করেছে বেশী; সামা্ন্য কয়েকজন সনাতনীকে হত্যা করেছে, নির্দয়ভাবে মেরেছে নবীকে ও ইসলাম অবমাননার জন্য। ভারতে ১ জন মুসলমানকেও ধর্মীয় অবমাননার জন্য হত্যা করার হয়নি; তারা করেছে "গোমাংস খাওয়ার জন্য"। ভারতের মুসলমান (২২ কোটী ) বাংলাদেশের বর্তমান অকারণ ভারত বিরোধিতার ফলে সংঘর্ষের ভয়ে আছে।
কাশ্মীরে বারবার আক্রমণ চালাচ্ছে লস্করে তৈয়বা ও জোশ-ই-মোহাম্মদ; এই ২টি ধর্মীয় জংগী দল কাশ্মীরে জংগী আক্রমণ করে সারা পাকিস্তানের মানুষের সাপোর্ট পেয়ে আসছে, সরকারী লোকদের সাপোর্ট পায়; এই দল ২টি কি ভারতীয় কাশ্মীরকে দখল করতে পারবে? এরা কি ভারতীয় কাশ্মীরক্বে স্বাধীন করতে পারবে? এরা ভারতের ২২ কোটী মুসলমানকে বিপদের মাঝে ঠেলে দিয়েছে মাত্র।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



