
প্রিয় ব্লগার,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। সামহোয়্যারইন ব্লগ তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। বহু দশক জুড়ে সক্রিয় রাজনীতিতে তাঁর ভূমিকা, নেতৃত্ব এবং সময়ের নানা উত্থান–পতন বাংলাদেশের রাজনৈতিক ধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি ছিলেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু।
মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও, একটি দেশের রাজনৈতিক ইতিহাসে যার উপস্থিতি অনস্বীকার্য, তাঁর প্রয়াণ নিঃসন্দেহে একটি শূন্যতা তৈরি করে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



