[পূর্বকথন: যদিও লিখাটা পোষ্ট করলাম ২০১৩ তে, তবু সামনের বছর বলতে ২০১৩ ই বুঝানো হয়েছে।]
সামনের বছরটা কেমন যাবে তা নিয়ে সবার ভাবনা চিন্তার কোন শেষ নাই।
সামনের বছর নিয়ে ভবিষ্যৎবাণী যখন করবই তখন বিশেষ লোকদের নিয়ে শুরু করি।
তারপর যারা সামুর রুই-কাতলা আছেন তারাও বরাবরের মতো ব্যান খাইলাম বলে চিৎকার করতে থাকবেন, আর মডু সবসময় চুপ।
এরপরই লুল ভাই (বোনরা আসেন কিনা শিওর না। থাকলে এইখানেই পড়ুন)। আপনারা আপনাদের পছন্দমতো পোষ্ট খুঁজে এই বছর হয়রান হবেন।
এরপর আসি দেশের মন্ত্রী আর নেতা (নেতা কই সব তো নেত্রী
গার্মেন্টস মালিকদের কথা বলি। সামনের বছর গার্মেন্টসে আগুন লাগার সম্ভাবনা কম। তাই ক্ষতির সম্ভাবনা বেশী। বেতন-বোনাস বৃদ্ধি শুভ নয়।
এবারে দেশের মাঙ্গো পিপলদের কথায় আসি।
প্রেমিক ভাইদের বলি, গত বছর ১২/১২/১২ চলে যাওয়ায় এ বছর প্রেমে বিয়ের সম্ভাবনা কম। তাই দিনকাল ভালো যাবে বলেই আশা রাখি। দুরের প্রেম শুভ..(পালানো সহজ হবে তাই আর কি)।
প্রেমি আপুরা বাদ যাবেন কেন?
শেষ করি আমার মতন যারা স্টুডেন্ট (ছাত্র বললে আপুরা আবার মাইন্ড খাবেন)
কেও বাদ পরলেন কিনা বুঝতেছি না। বাদ পরলে আওয়াজ দিয়েন।
বাদ যাবে না কোনও শিশু
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




