![]()
আমি আজ ক্ষমা চাই…
___Aditia Simu____________
আলোর এই পৃথিবীতে বাতাসের ঝড় বয়
ঝড়ে দেখ কত ছল
কথা বল, কথা বল…
বিবেকের নাম নেই
মানুষের দাম নেই
তাতে আর পাথরের কিছু হয়?
আমি বুঝি নির্জন আলেয়ার ছায়াবন
জানি কোন অভিশাপ
জন্মে আজন্ম পাপ
বেদনার ভাষা নেই
উদ্ভট কথা কই
বিষে বিষে ভরে গেছে হৃদয়ের মায়াবন!!
চারিদিকে আজ আমি রুগ্ন স্বপ্ন দেখি
মুখোশের ঘনঘটা সবকিছু জেনো মেকি
হাত জোড় করে তাই
মাফ চাই মাফ চাই
মানুষের মনে কেন এতটাই জটিলতা
কথাতেই বিষ খাই, ব্যথা আর পাব কোথা!!!!
আকাশের তারা বুঝি
এই মোরে খুজি খুজি
দিল আজ অপমান
ফসলের ঘরে ছোটে জীবনের আনচান
শস্যের দানা বুঝি মৃত্যুর ডাক চায়
ক্ষমা করে দিও সবে মন আজ পাক চায়……..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


