আগুনঘর-৩১
‘আগুনঘর’ এর খাস কামরা
নিজের জন্য জ্বলতে জ্বলতে
আজ ব্যাপিত স্বার্থের জ্বলন্ত জনপদ...
একদা আগুনঘরে একা পুড়ে
বিবিধ কয়লায় এঁকেছি
দগ্ধ হৃদয়ের ছাপ।
স্বার্থের উভসংযোগে
আজ পুড়ছে স্বদেশ
কাঁদছে একাকী বাংলাদেশ।
কোথা হৃদয় !
এখানে মানুষ মরে পাখির মতো
এখানে মানুষ দেহে পেট্রোল গন্ধ।
বহুকাল আগে যে কবি লিখেছিল
‘যে দেশে মানুষ বড় ’
তার লজ্জা নিয়ে আজ লিখি
মানুষ ! এদেশে জীবন্ত পোড়।
২৬/০২/২০১৫ বাকিটুকু পড়ুন

