বন্দরবিহীন
ভুতুড়ে জাহাজ
ভয়ানক ঝড়ে ডোবে না
চোরা পাহাড়ে ফাঁসে না
হিমবাহের ধাক্কায় দু'টুকরো হয় না
কোনও বিপ্লব শুরু হয়নি তার সঙ্কেতে
রোমহর্ষক কোনও ত্রিভুজ নেই তার স্মৃতিতে
ঝলমলে ৭০ মিলিমিটার চুমু
কিংবা অশ্রুর ডলবি সাউন্ড মূর্ছনাও
ভয় পেয়ো না হঠাৎ তাকে কুয়াশায় দেখে
তা থেকে পতাকা উড়িয়ে বিধ্বংসী গোলা চলে না
পতাকা লুকিয়ে হার্মাদরা লাফিয়ে পড়ে না
আফিম পাচার হয় না
নেহাতই ভুতুড়ে জাহাজ
বন্দরবিহীন
------------
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




