আজ উঠোন জুড়ে পাখিদের অ্যাতো হৈচৈ
আজ মনে পড়ছে নিঃসীম কবির কথা
আজ নিশ্চয়ই তোমার জন্মদিন
আজ তোমার আঙুল থেকে উড়ে আসা অজস্র প্রজাপতি আবার দেখবো
আজ তোমার বর্মের বুকে ছুরি বসাবো না
আজ কালি ছেটাবো না তোমার মুখোশময়
আজ গলা মোলাবোনা তাদের সাথে যারা তোমায় একলা ফেলে গেলো
আজ আমার হৃদয়ে সঞ্চিত তোমার মুখ তোমাকে দেবো
আজ সব সামাজিক আস্তরণ সরিয়ে তোমায় ঠিক চিনতে পারবো আমি
দুর্লভ কবিতার মতো
-------------------
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




