
আমি খুব সাধারণ মানুষ! বিতর্কের মধ্য দিয়ে কখনো অসাধারণ হওয়ার আগ্রহ জন্মায়নি!
বিতর্কিত লেখায় নিজেকে জড়ানোর আগ্রহ কখনো জন্মায়নি যেমন তেমনি নিজে বিতর্কিত লেখা থেকে চেষ্টা করেছি সবসময় দূরে থাকার।
মিথ্যে বলবো না...অনেক সময় মনে হয় আমার তো 'এটা' বলতে ইচ্ছে করছে! আমারতো 'ওটা' বলতে ইচ্ছে করছে।
আমার কাছে যা ন্যায় সঙ্গত মনে হচ্ছে আরেকজনের কাছে অবশ্যই তা ন্যায় সঙ্গত নাও হতে পারে।
আজকে আমি যাকে গালি দিচ্ছি কালকেই যে তাকে আদর্শ মানবো না তা নিশ্চিত করতে পারছি না...কেননা আজকে যা ভুল মনে হচ্ছে কাল তা শুদ্ধ মনে হলে তখন কী করবো?
জনে জনে 'ন্যায়' শব্দটাই আপেক্ষিক।
ছোটবেলা থেকেই অনেক 'উচিত' কথা বলে অনেকের বিরাগভাজন হয়েছি।
হয়তো কৌশলী ছিলাম না...এখনো যে খুব কৌশলী তেমন মনে হয় না নিজেকে।
এই লেখা যখন লিখতে বসেছি তখন মনটা খুব ভার লাগছে!
আমরা এতো অস্থির কেন!
সংবাদ পত্রে অনিয়মের বিরুদ্ধে লেখার কারণে (!) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা প্রকাশের পরপরই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এমন খবর দেখছি ফেসবুকে।
এখানে উপর থেকে দেখলে ঘটনা এক রকম মনে হতে পারে। কিন্তু ভেতরের খবরতো জানি না...তবে কেন আমি বিস্তারিত না জেনে কোন মন্তব্য করবো?
কিন্তু যেটা আমি অনুভব করতে পারি...বিশ্ববিদ্যালয়ের বাসের উল্টোপথের যাত্রা...এটা নিয়ে কি আমার কিছুই বলার নেই? আমি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দোষ দিচ্ছিনা। তবে একটা অনুরোধ করতেই পারি। আরেকটু আগে ডিপো থেকে বাস বেড়িয়ে গেলে সমাধান হতে পারে কিন্তু।
নিয়মিত সময়ের কতোটা আগে বাস ডিপো ছেড়ে গেলে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে পৌঁছুতে পারে তা কিন্তু কর্তৃপক্ষ ভেবে দেখতেই পারেন। সেই অনিয়মের মাঝে বেড়ে উঠাতে কিন্তু আইন বিভাগের শিক্ষার্থীও থাকতে পারে। তিনি কী বিচার করবেন পরবর্তীতে? সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উল্টোপথের যাত্রী হিসেবে বেড়ে উঠা অনেক শিক্ষার্থীই থাকতে পারেন।
কম বয়স থেকে মূল্যবোধ তেরি করে দিতে না পারলে ওই শিক্ষার্থীদের কাছ থেকে দয়া করে ভবিষ্যতে কিছু আশা করবেন না/করবো না।
সংবাদ পত্রে আরেক খবরে চোখ আটকে গেল। আমাদের সম্মানীত সহব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ফাহমিদুল হক স্যারের বিরুদ্ধে মামলা করেছেন একই বিভাগের আরেক শিক্ষক...৫৭ধারায়।
সাবধান!
কোথায় লাইক দিচ্ছেন, মন্তব্য করছেন বুঝে করছেন তো!
গৃহপালিত নিরীহ প্রাণীটিরও নিস্তার নেই যে, গৃহপালিত নিরীহ প্রাণীর মতো মুখ বন্ধ করে চুপচাপ কেবল জাবর কাটবো!
লগইন করার কিছুক্ষণ আগে কয়েকমিনিট চুপচাপ বসেছিলাম। তখন মনে হলো এই সামহোয়্যারইন-এই কেবল আমি নিদ্বির্ধায় কথা বলতে পারি। কর্তৃপক্ষের বিরুদ্ধেও যদি অনিয়মের অভিযোগ তুলি তবুও অন্তত আমাকে ব্যান করা হবে না...আমাকে কথা বলার সুযোগ দানের দরজাটা খোলা রাখবেন।
অনেক ধন্যবাদ প্রিয় সামহোয়্যারইন...আমাকে কথা বলার সুযোগ দেবার জন্যে।
বি.দ্র: অপরিকল্পিত, অস্থির মনের কথন। বর্ষপূর্তির ফূর্তিটা এসব অস্থিরতায় কেমন যেনো মলিন লাগছে!
তবু্ও ভালোবাসার সামহোয়্যারইন-এ ছিলাম, আছি, থাকবো (ইনশাহআল্লাহ)।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


