আমার প্রতি ব্লগের সকলের আগ্রহ দেখে আমি সত্য আশ্চর্য হইসি। কেলাস টেন মানুষ কি কয় তাতে আর কি যায় আসে। আমারে নিয়া এ টীমের সার্পোটার চিন্তিত কেন না আমি অল আউট জেহাদের ডাক দিতেসিনা আর এটীমের অপোনেন্ট রা আমি গালি দিতাসি আমি রং পাল্টাই বইলা।
আমার আদর্শ ঠিক জায়গায় আচে। সেটা সবার আগে বাংলাদেশ। আমি জলপাই কিংবা কামরাঙা দুই দলের ক্ষমতায় আসার বিপক্ষে। আমি মনে করি একটা সমস্যা একদিনে সৃষ্টি হয়না আরও মনে করি সেটার সমাধান ও একদিনে হবেনা। একটা নিরেপক্ষ প্রশাসন, নির্বাচনী ব্যবস্হা, রাষ্ট্রীয় সম্পদ চোরদের বিচার এবং সর্বোপরি দৈনন্দিন প্রশানস চালানো সোজা ব্যাপার না। তাই পনের মাস আমার কাচে মনে হয়না একটা অবাস্তব সময়। আমি আরও মনে করি বর্তমান সংকটে ঘি ঢাললে আরও বাড়বে। প্রেস ইলেক্ট্রিক, ছাপা সব কিচুই গত ৬ মাসে মোটামুটি ভাল স্বাধিনতা ভোগ করসে। বর্তমান সংকটের প্রথম দিকেও প্রেস বেশ নির্বিচারে রির্পোট করসে। আর এখন প্রেস রির্পোট করতে পারসে আজীজে কি হইসে, কয় জনকে মারসে, কয় জন এরেষ্ট হইসে। বাংলাদেশে আনেক সামরিক সরকার আসচে, কাদের সময় পত্রিকা এ ধরনের রির্পোটিং করতে পারসে আমার জানা নেই।
আমাদের সরকার প্রধান একটা বক্তিমা দিসেন তিনি বলেছেন বর্তমান ব্যবস্হা সাময়িক। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালের ছাত্র।আর নির্বাচন কমিসন এগিয়ে যাচ্ছে তাদের কাজে। সকল ধরনের বিচার কাজ চলছে। আর উচ্চ আদালত আগের চেয়ে অনের বেসী প্রভাব মুক্ত। সো বিচার নিরেপক্ষ হবে বলে আশা করা যায়। বিচার বিভাগ ভাগ করা প্রায় সম্পন্ম। একন যদি এ সরকারকে তার জলপাই নির্ভরতার জন্য ফেলে দেয়া হয়, সব আবার পিছিয়ে যাবে আর তকন অন্য কেউ ১৫ জায়গায় ৩০ মাসে গনতান্ত্রায়ন থেমে যাবে।
তাই আমি ধৈর্য ধরার পক্ষে। সংকট আরো বাড়লে পুরো দেশ ডুবে যাবে অন্ধকারে। ইন এন্ড এ টীম বিশ্বাস করে আমাদের মতের বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের হ্রদয়ে বাংলাদেশ। হ্রদয়ে বাংলাদেশ নিয়া আমার পজিসনের জন্য আমার কোন ক্ষমা প্রার্থনা নেই। আমি রং পাল্টাইনা আর আমি সামরিক জলপাই ভয় পাইনা। আমি একন পর্যবেক্ষনে আচি আর আমি একন নৌকা ডুবামু না কেননা, আমি মাঝীরে সময় দিতে চাই, যদি তীর দেকা না যায় সময়ে তকন অন্য নৌকা বাংলাদেশ আগেও চরসে আবার ও চড়বো। কিন্তু মাঝীর ১৫ মাস সময় প্রাপ্য।
আলোচিত ব্লগ
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।