স্বপ্নভুক, আমি স্বপ্নভুক।
আমি স্বপ্ন দেখাই, স্বপ্ন উড়াই,
স্বপ্ন আমি মসলা দিয়ে রান্না করে খাই।
আমি স্বপ্ন করি চাষ,
আমি স্বপ্নে করি বাস।
স্বপ্নের মাঝে নেই কোনো নগদবাকী,
স্বপ্ন আমার মনের মাঝে খোদাই করে রাখি।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




