অনেকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার, প্লাগইনস ব্যবহার করেন। তারপর এই সফটওয়্যার, প্লাগইনসগুলো নিয়ে পড়েন মহাবিপদে। ঠিক মতো কাজ করে না, অনেক সময় ব্রাউজার স্লো করে দেয় ইত্যাদি ইত্যাদি। অনেকের কাছে ইউটিউব থেকে ভিডিও কিংবা অডিও ডাউনলোড মানেই একটা মহাবিরক্তি। কিন্তু ইউটিউব ভিডিও ডাউনলোড করার একটি অত্যন্ত সহজ সমাধান আছে। প্রথমে আপনি http://www.youtube.com এ যান। আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন। এবার আপনার ব্রাউজারের উপরের এ্যাড্রেসবারে খেয়াল করুন https://www.youtube.com/watch?v=cLIQzxgFeNE অনেকটা এই রকম দেখাবে। এখানে www. এর পর এবং youtube এর আগে ss বসিয়ে দিন। অথাৎ এখন আপনার ঠিকানাটি হবে https://www.ssyoutube.com/watch?v=cLIQzxgFeNE এবার Enter কী প্রেস করুন। নতুন একটি পেইজ ওপেন হবে। ডানদিকে দেখুন ডাউনলোড লিংক দেখাচ্ছে। আপনার ইচ্ছেমতো সাইজে কিংবা অডিও ফরমেটে ডাউনলোড করুন। আশাকরি এরচেয়ে সহজ কোন কাজ আপনি কোন দিন করেন নি! এরপরও বুঝতে সমস্যা হলে এই ভিডিওটি একবার দেখে দিন ভিডিও টিউটোরিয়াল
গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস, ভিন্ন স্বাদের খবর জানতে আমার নতুন ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরােধ রইল। ইজিটেক রাজশাহী
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




