অনেক দিন পর মনে হল একটা পোষ্ট দেই। কি পোষ্ট দিব এইটা ভাবতে ভাবতেই প্রায় এক সপ্তাহ পার করলাম। আজ হঠাত করেই মাথাই এল আমি ত গত ঈদুল ফিতরের ছুটিতে সৌদী আর মিশরের মাঝে সেই ঐতিহাসিক লৌহিত সাগর দেখতে গেছিলাম। তাহলে ত সব প্রিয় মানুষগুলির সাথে এই ভ্রমণের ছবি কিছু শেয়ার করতে পারি। তাই ----
রুম থেকে বের হয়ে যাত্রা করলাম, হাক্কল বীচ, তাবুক, সৌদি আরব। (এইটা লৌহিত সাগরের একটা বিচ, যার সাথে রয়েছে মিশর এর বর্ডার, জর্ডানের বর্ডার।
তাবুক, সৌদী আরব থেকে হাক্কল বীচ যাওয়ার পথে, কঙ্কাল শরীর নিয়ে দাড়িয়ে থাকা এক নির্জীব পাহাড়।
দীর্ঘ ভ্রমণের পর হাক্কল শহরে প্রবেশের পথে।
শহরের ভিতরে।
অবশেষে সাগর পাড়ে আমরা।
কিছু সুন্দর মুহুর্ত একা একা সাগরের জিল গেষে বসে থাকা.।.।.।.। এক দৃষ্টিতে বহু বছর বইয়ে পড়ে আসা সেই ঐতিহাসিক সাগর পাড়ের সৌন্দর্য্যের মাঝে নিজ্জেকে হারিয়ে খোঁজা।
অবশেষে ফিরে চলা।
(অফিসে বসে বস্কে ফাকি দিয়ে পোষ্ট পরা যে কত কষ্টের যে করে সে বুঝ। হা হা হা হা)
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩০