
বেরিয়ে আসুন নিজের তৈরি কঠিনতম ভাবনার বেড়া জাল থেকে
সহজ করেন নিজে নিজের সকালটা-ভোরের প্রথম সূর্যের মত।
স্রষ্টাকে স্মরণ করুন সেই ভোরের সূর্যটা উঠার ঠিক আগ মুহুর্তে-
আর ভাবুন সূর্য উঠার দিকে তাকিয়ে –
কি অপার মহিমায় মহান স্রাষ্টা-এত কঠিন কাজটা কত সহজ করে দিয়েছেন।
তবে আমি-আপনি কেন জীবনের এই ছোট ছোট সহজ বিষয়গুলি
কঠিন করে ভাবি!! সুন্দর সম্পর্কের মায়াকে বিষাক্ত আর শত্রুতায় পরিনণত করি!!
কী লাভ? কী আনন্দ পান? এই সহজ কে কঠিন করার মাঝে??
একবার ভেবেই দেখুন-না সহজ করে…..
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




