
আমি এই ব্লগে আছি ১৪ বছর হয়ে গেল। ব্লগের লেখাগুলি পড়ি বেশি। নিজে পোষ্ট করা বা মন্তব্য করি কিন্তু অতটা না। কাজের ফাকে মাঝে সাঝে সময় হলে এক দুইটা আর কি। আমার লেখাতেও তেমন একটা মন্তব্য আসে না। খুবই কম। আমি জানি আমি লিখি শখের বসে। লেখার মান খুবই খারাপ। দুই বা তিনশর বেশি ভিউ বা পড়াও হয় না।
যাই হোক, আজ অনেক দিন পর ব্লগে ইন করে কিছুক্ষণ পড়লাম। তার পর অনেক দিন থেকেই চিন্তা করা শিক্ষা ব্যবস্থার উপর একটা লেখা পোষ্ট করলাম। কিন্তু অবাক করা বিষয় হল ঘন্টা কয়েক পরেই আমার লেখার দেখাচ্ছে - ১০০০ বার পঠিত। আমি ত অবাক। বলে কি!!! এইটা নির্ঘাত ব্লগের টেকনিক্যাল এরর।
তার কিছুক্ষণ পর আমার ব্লগের অন্য লেখাগুলি দেখা শুরু করি। অবাক হওয়া ত আমার পিছুই ছাড়ছে না। আমার অনেক লেখাই হাজার ছাড়িয়ে গেছে। এমন কয়েকটা লেখা আছে যেগুলি ত ৪-৫ হাজার বার পঠিত দেখাচ্ছে।
আমার বিশ্বাস হতে চাইছে না..
এখন আমার প্রশ্ন হল-
১। এইটা ব্লগের টেকনিক্যাল এরর?
২। ব্লগের রোবট এরর?
৩। না কি ঘটন্য সত্য???
আশা করি যাদের বিষয়টা জানা আছে বা বুঝেন তারা আমাকে জানাবেন।
ধন্যবাদ।








সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




