
আমরা ঢাকার পাকা দালানে বসে যখন আয়েস করে চায়ে চুমুক দিয়ে বৃষ্টি বিলাসে বিভোর, ঠিক সেই সময় আমাদের উপকূেলের ভাই-বোনেরা হয়তো কেউ স্বজন, কেউ ঘর, কেউ ফসল, কেউবা গবাদী পশু হারানোর যন্ত্রনায় কাতর। অনেকে হয়তো উঠেছেন আশ্রয় শিবিরে, আবার কেউ কেউ শেষ সম্বলটুকু হারানোর ভয়ে নিজের আবাসে অথৈ পানিতে বিনিদ্র কাল কাটাচ্ছেন। প্রহর গুনছেন কতক্ষণে এ কাল সময় পার হবে।
আমাদের কাছে ঝড়ের তাণ্ডব মানে শো শো শব্দে অক্ষমের মিছে আস্ফালন আর উপকূলের মানুষের কাছে ঝড় মানে কাল নাগিনির বিষের ছোবল। এটা আমার শুধু উপলদ্ধি, অভিজ্ঞতা না প্রকৃত অবস্থা বোঝার মতো অভিজ্ঞতা বা সক্ষমতা কোনটাই আমার নাই। তাই স্বাভাবিক ভাবেই তাদের দুর্ভোগ আমার ধারণার চাইতে এনেক বেশি। কামনা করি তাদের এ দূর্দিনে সৃৃষ্টিকর্তা যেন তাদের সহায় হন।
সেই সাথে উপকূলের যে সকল ভাই-বোন স্বজন বা সহায় সম্বল হারিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের সকলের প্রতি রইল গভীর সমবেদনা।
ছবিঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৪ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



