
ডালে, চালে, হলুদে, মিশে হয় খিচুড়ি ।
কখনো বা থাকে তাতে মাংস বা সবজি।
হলদেটে রঙে যে, ঘ্রান ছোটে বহুদূর।
খেতে খুব স্বাদ তার, শক্তিতে ততদূর।
সকালের নাস্তায়, দুপুরের ভরপেট,
সন্ধ্যায় হালকায়, রাত্রিতে পারফেক্ট।
গ্রাম বা শহরে, বাড়ি বা হোটেলে,
সবখানে ফাটাফাটি, চলে মহানন্দে।
ঈদে, চাঁদে, আয়োজনে সবখানে অংশী।
জুড়ি মেলা ভার তার, প্রয়োজনে সঙ্গী।
আমি তাই পেলে ভাই, খাই খুব খিচুড়ি
তুমি যদি খেতে চাও, মাকে বল জলদি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


