
বর্তমানে দেশে অতিসম্পদশালী ১৭ দশমিক ৩ শতাংশ হারে বাড়ছে। ধনীর সংখ্যা বৃদ্ধির হিসেবে ‘দ্রুত ক্রমবর্ধমান’ দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। নিউইয়র্কভিত্তিক মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ওয়েলথ-এক্সের ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট-২০১৮’তে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের সম্পদশালী বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছে, দ্রুত নগরায়ণ, অবকাঠামোয় বিনিয়োগ ও ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি । হঠাৎ করে বাংলাদেশ অতি দ্রুত ধনী বৃদ্ধি হওয়ার কি কারণ হতে পারে? ব্লগার ভাইদের কি মনে হয়?
অতি ধনীর সংখ্যা বৃদ্ধি পেলে সমাজে বৈষম্য বাড়ে। তবে সঠিক মত যাকাত আদায় করলে, ইনশাআল্লাহ বৈষম্যের পরিমাণ কমে যাবে। সঠিক নিয়মে এবং সঠিক হিসাব করে যাকাত দিলে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেকাংশে কমে যাবে। বাংলাদেশ যারা অতি ধনী আছেন এবং যাদের ধন-সম্পদ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আশা করি তারা তাদের যাকাতের পরিমাণ বাড়াবেন। এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধির দেশে পরিণত করতে তারা সহায়তা করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


