
হুশিয়ারি উচ্চারণ করে হেলালুদ্দীন বলেন, ‘একটা জিনিস খেয়াল রাখবেন নিবন্ধন যাতে বাতিল না হয়। সেদিকে আপনারা খুব বেশি খেয়াল রাখবেন। বি কেয়ারফুল। আপনারা এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো কাজ করবেন না যেটার জন্য নির্বাচন প্রক্রিয়াটা ভণ্ডুল হতে পারে বা প্রশ্নবিদ্ধ হতে পারে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনও পর্যবেক্ষক গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে পারবেন না। তাদেরকে মূর্তির মতো থাকতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
ইসি সচিবের ভাষার ব্যবহার দেখলেন। একটু খেয়াল করুন। যত্রতত্র নির্বাচনী আচরণবিধি লংঘন করা হলেও এরকম কঠিন ভাষা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু নিতে দেখা যায় না। কিন্তু হঠাৎই পর্যবেক্ষকদের এরকম হুমকি দেওয়ার কারণ কি? পর্যবেক্ষকরা কতটা নিরপেক্ষ তার সাথে দায়িত্ব পালন করতে পারবেন সেটাই এখন প্রশ্ন! নির্বাচন কমিশন এর কাছে আমরা কতটা নিরপেক্ষ নির্বাচন পাবো সেটাই দেখার বিষয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


