জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে রিয়াদের তাপমাত্রা আকষ্মিক ভাবে বেড়ে গিয়েছে। গত এক সপ্তাহ যাবত যে গরম পড়েছে তা গত ৫৪ বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়াছে। গত সোমবার সৌদি আরবের বুরাইদা শহরের তাপমাত্রা রেকর্ড করা হইয়াছে ৫৩ ডিগ্রি সেঃ ( ছায়াতলে) আর ৬৫ ডিগ্রি সেঃ (সূর্যালোতে)।
যারা খোলা আকাশের নীচে কাজ করেন তাদের অবন্থা সবচেয়ে বেশি করুন। এর মধ্যে রয়েছে নির্মান শিল্পের শ্রমিকরা,রোড ক্লিনার,বাগানে এবং কৃষি ফার্মে কর্মরত শ্রমিকরা।
যারা অফিস আদালতে এয়ারকন্ডিশন্ড রুমে বসে কাজ করছেন তারাও হাফিয়ে উঠছেন এই প্রচন্ড তাপদাহে কারন তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরে গেলে এয়ার কন্ডিশনও তার কার্যক্ষমতা হারিয়ে পেলে।
এমতাবস্থায় দেশটির মানবাধিকার কমিশন সৌদি শ্রম মন্ত্রনালয়ের নিকট স্পেশাল ডাইরেক্টিভ ইস্যু করে বিশাল শ্রমজীবিদের কর্ম সময় শিথিল করার আহবান জানিয়েছেন।
বিস্তারিত দেখার জন্য নীচের লিংকটি ব্রাউজ করুন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




