সহব্লগারগণের দৃষ্টি আর্কষণ করে বলছি, নিচের ছবিতে আমাকে "হ্যান্ডসাম"
ফেসবুকে ছবিটা আপলোড করার পর মন্তব্যে এবং ম্যাসেঞ্জারে বেশ ভালো সাড়াশব্দ পাচ্ছি।
মন্তব্য আমন্ত্রিত।
==============================
প্রেক্ষাপটঃ
একরকম হঠাৎ করেই ঘুরে আসলাম কক্সবাজার ও সেইন্ট মার্টিন দ্বীপ। আব্বু আম্মু, মামা মামী এবং আপু দুলাভাই মিলে বেশ মজাদার একটু ট্যুর শেষে ঢাকায় ফিরলাম সেদিন। আগে থেকেই প্রস্তুত ছিলাম এবারের ট্যুর নিয়ে ধারাবাহিক একটা পোস্ট লেখার। খুব শিগগিরই সেটা লিখে ফেলব। ব্লগার বড় বিলাই আপুর কাছ থেকে উৎসাহ পেয়েই মূলত পোস্টগুলো লেখা শুরু করেছি (পিসিতে)।
যাই হোক, ট্রাভেল বিষয়ক পোস্টে ছবি না থাকলে তো চলেই না। তাই আগে থেকেই অনেক ছবি তুলেছি। যদিও সাদামাটা ডিজিটাল ক্যামেরা হওয়ায় খুব ভালো ছবি তুলতে পারিনি। সেগুলো আসন্ন সিরিজের সঙ্গেই আপনারা দেখতে পারবেন।
আর আমি নিজের ছবি তুলতে খুব একটা পছন্দ করি না। মাঝে মাঝে অন্যরা তুলে ফেলে। সেগুলোই অনলাইনে দেই। এই ছবিটি সৈকতে থাকা স্থানীয় ফটোগ্রাফার নিকন ডি৩০০০ ক্যামেরা দিয়ে তোলেন। পারিপার্শ্বিক রূপকে টপকে আমার রূপে দৃষ্টি আনতে ছবিটি ক্রপ করা হয়েছে
আশা করছি আপনারা আসন্ন পোস্টগুলো পড়বেন। আর হ্যাঁ, আমি দেখতে কেমন এই সরল প্রশ্নটার উত্তর দিতে ভুলবেন না। :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :#> :#> :#> :#> :#> :#> :#> :#> :#>
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




