একুশ মানে আমাদের ভাষা নিয়ে বিশেষ ভাবে ভাবার দিবস।
আজ অনেক দিন ধরে দুটো ভাবনা আমার মাথায় এসে বসে আছে।
ভাবনা গুলো শেয়ার করলাম ।
এক
বাংলা ক্যালিওগ্রাফি
আগে আমি দেখেছি , দেয়ালে সুন্দর সুন্দর কথা সুচি কর্ম দিয়ে দেয়ালে ঝুলানো থাকত । জাপানে দেখি তারা তাদের ভাষার ক্যালিওগ্রাফি দিয়ে ঘর সাজায়।
আমরা ও
বাংলা ক্যালিওগ্রাফি দিয়ে সুন্দর সুন্দর কথা লিখে ঘর সাজাতে পারি।
দুই
হাতে খড়ি উৎসব
আগে দেখতাম বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হত।
আমার কেমন এক টা আবছা মেমরি মনে পড়ে যে, আমার দাদা আমার
হাতে খড়ি দিচ্ছেন। আল্লাহর নামে বিসমিল্লাহ করে মুরব্বীরা হাত ধরে বাংলার প্রথম অক্ষর লেখাতেন। মিষ্টি খাওয়া খাওয়ি হত। মুরব্বীরা আশীর্বাদ করতেন।
এই হাতে খড়ি উৎসব টাকে আমরা কি আবার ফিরিয়ে আনতে পারি না?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬