বাবা দিবস নিয়ে ফেসবুকবাসীদের অনেকে অনেক রকমের স্ট্যাটাস দিয়েছে আজ। আমিও দিয়েছিলাম একটা স্ট্যাটাস। সাথে একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম। কিন্তু অনেকেই আমার সম্পর্কে বাজে ধারণা নিয়ে ফেলেছে। যদিও কে কি মনে করলো ওসব নিয়ে ভাবা অনেক দিন আগেই বাদ দিয়েছি। তারপরেও কি মনে হলো, তারপর পোস্টটা ‘অনলি মি’ করে রেখেছি। যা হোক পোস্টটা এরকম ছিলো
“আজ বাবা দিবস গেলো। এরকম দিবস টিবস আমার ভাল লাগে না। তবে ম্যারেজ ডে বা বার্থ ডেতে যদি কেউ দাওয়াত দেয়, সময় পেলে যাই। একটা কথা জানতে চাই, আমার বাবা মারা গেছেন ১৩ বছর হবে। সত্য কথা বলি, বাবাকে এখন আমার আগের মতো খুব একটা মনে পড়ে না। আপনাদের যাদের বাবা এরকম এক যুগেরও বেশি হলো মারা গেছেন তাদের কি অবস্থা? খুব একটা মনে পড়ে না এজন্য আমি কি বাবাকে কম ভালবাসতাম? বাবাকে আর আগের মতো মনে পড়ে না কেন? বাবাকে আর আগের মতো মনে পড়ে না কেন?” এখানেও একই প্রশ্ন রেখে দিলাম।
#বাবা’র সঙ্গে আমার সম্পর্ক কিন্তু মোটেও খারাপ ছিলো না।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২০ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




