জঙ্গল
কার পদচিহ্ন ধরে আমরা পৌছুঁবো ন্যায়পরায়ন সিংহের আস্তানায়?
আমাদের তো সুনির্দিষ্ট রাস্তা জানা নেই। জানা আছে মন্দ্রপাহাড়,
কলারবোন ভেঙে ফেলার অস্ফুট শব্দ। এরচে’ বরং ঘুমন্ত হরিণ ছানাদের
জাগিয়ে তোলা যাক। তার সাথে পাতার মর্মর। হাঁটতে-হাঁটতে ভেঙে
ফেলা যাক জঙ্গলের সমস্ত আইন। তারপর না হয়, হাড়ের সিমেট্রিতে
দাঁড়িয়ে মায়াকান্না করা যাবে।
_______
আন্দালীব
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




