কোরবানি ঈদ তো হয়ে গেলো। অনেক বড় বড় পশু কোরবানি হলো। কিন্তু ভেবে দেখেছেন কি, যাদের থেকে আমরা পশু ক্রয় করি তারা কোরবানি করতে পেরেছে কিনা। বাদ দিন একটু ভেবে দেখুন তো হাজার টাকা দামের পোশাকটি বানায় যেই শ্রমিক তার নিজের পরনের পোশাকটির দাম কত হতে পারে!
।
যাক আলোচ্য বিষয়ে আসি। আমরা কোরবানির হাটে ক্রয় করি পশু আর যিনি বিক্রেতা তিনি বিক্রি করেন ভালোবাসা।
।
আমি একটি ছোট্ট ঘটনা বলি। একবার কোরবানির হাট থেকে গরু কিনে হাসিল করার জন্য কাউন্টারে দাঁড়িয়েছি। বিক্রেতাকে তাঁর প্রাপ্য আগেই বুঝিয়ে দিয়েছিলাম। সে শুধু আমাদের পিছন পিছন কাউন্টার পর্যন্ত এসেছিলো। যথারিতি হাসিল পরিশোধ করে আমরা হাট থেকে বেড়িয়ে যাব ঠিক তখনই পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেলাম..."ভাই একটু খাড়ান"। ইনি সেই বিক্রেতা যার থেকে আমরা গরু কিনেছিলাম। আমরা তার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। ভাবলাম হয়তো কিছু বেশি চাইবে। কিন্তু আমাদের অবাক করে দিয়ে লোকটি সামনে এসে নিজের গলার গামছাটি দিয়ে গরুর সারা শরীর মুছে দিলো। পরম মমতায় হাত বুলিয়ে দিলো সারা গায়ে। তারপর বলল, "অনেক যত্ন কইরা পালছি ভাই। সাবধানে নিয়েন। অনেক শান্ত গরু।" বলেই আবার আদর করতে লাগলো। আমি তাঁর চোখের দিকে তাকিয়েছিলাম। ছলছল চোখ ছিলো তাঁর। বিশ্বাস করুন ঐ চোখে আমি ভালোবাসা ভিন্ন অন্যকিছু দেখতে পাইনি। টাকার চাহিদা কিংবা পেটের খিদে কিছুই ছিলোনা তাঁর ঐ চাহনিতে। শুধু ছিলো স্নেহ আর ভালোবাসা। যা সন্তানের প্রতি পিতার থাকে।
।
হ্যাঁ। এরা সন্তানের মতো করে একেকটি পশুকে প্রতিপালন করে, যা আমি নিজের চোখে দেখেছি।
।
পিতার দ্বারা পুত্রকে কোরবানি করার মাধ্যমেই প্রচলন হয়েছিলো কোরবানীর। আল্লাহ সুবহানাহুতায়ালার মেহেরবানীতে তার পরিবর্তে কোরবানি হয়েছিলো একটি দুম্বা। সেই থেকেই এই রেওয়াজ।
।
আমরা পশু কোরবানি করি আমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। আর এরা তাদের ভালোবাসা কোরবানি করে পেটের দায়ে, অন্নের খোঁজে। আমার বিশ্বাস এবং মহান স্রষ্টা আল্লাহর প্রতি আস্থা রেখে আমি এটা বলতে পারি যে ঈদের দিন প্রতিটি পশুর কোরবানী হওয়ার আগেই এইসব পশু বিক্রেতাদের কোরবানি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ তাঁরা ভালোবাসা আর স্নেহ কোরবানি করেন যেমনটা করতে উদ্যত হয়েছিলেন হযরত ইবরাহিম আলাইহিওয়াসসাল্লাম। আমাদের তাকওয়া পৌঁছানোর আগেই তাদের তাকওয়া আল্লাহর নিকট পৌঁছে যায় এ আমার দৃঢ় বিশ্বাস। প্রতিবেশিকে দেখানোর জন্য যত বড় গরুটি আপনি কোরবানি করেছেন তার থেকেও বড় কোরবানি করেছে আপনার পশু বিক্রেতা যার সমতুল্য কোরবানি আপনি আমি কখনোই করতে পারবোনা।
।
বেঁচে থাক এইসব গো পালক রাখালেরা। বেঁচে থাক পশুর প্রতি তাদের স্নেহ। বেঁচে থাক তাদের ভালোবাসা।
।অনিক মাহফুজ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩