আমরা যারা লেখালেখি করি, তারা কাদের জন্য লেখি ? কেন লিখি ?
আমি নিশ্চিত আমরা সবাই একটা পরিবর্তনের জন্য লিখি. সমাজের অনেক ধুলি মোছার জন্য লিখি।
কিন্তু দেখুন আমরা কি পারছি, একটা পরিবর্তন আনতে ?
উত্তরটা নিশ্চিত, না । কেন না ?
কারন লিখতে হলে অনেক জানতে হবে । অনেক উপমা দিতে হবে। এ উপমার অর্থ কয়টা মানুষ জানে ? সর্বচ্চ ৫ %
কিন্তু আমরা কি পরিনা এ নিয়ম থেকে বেরিয়ে আসতে ?
আসুন না আমরা সমাজের অনেক নিচ থেকি শুরু করি।
এমন করে লিখি যাতে সবাই বুঝতে পারে আমাদের কথা।
আসুন না আমরা একটা বিপ্লব করি।
ফুটপথের নোটনকে জানাই, ওর ও অনেক অধিকার আছে।
সমাজের উচুতে যারা আছে তাদেরকে জানিয়ে কোন লাভ নেই ।
এরা চোখ বুঝে থাকে । এদের চোখ কোন ভাবেই খুলবে না ।
আসুন আমরা সবাই হাতে হাত মিলাই ।
সহজ ভাষায় সকল স্তরের মানুষকে তাদের অধিকারের কথা জানাই
আমার এ কথা গুলো আপনাদের কাছে আজাইরা প্যাচাল মনে হতে পারে কিন্তু গভির ভাবে ভাবুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




