কি করে নিজেকে ভাব সম্মানিত জ্ঞানী ?
হে নিষ্ঠুর ঘৃন্য মার্কিণী ।
ধ্বংস যজ্ঞের উপড় দাঁড়িয়ে
নির্লজ্জের মত কর জয়ধ্বনি
হে নিষ্ঠুর ঘৃন্য মার্কিণী ।
ভেবেছিলাম তোমরা সভ্য জাতি
আব্রাহাম লিংকনের দেশ ।
বার বার প্রমান করলে
ফুরিয়েছে তোমাদের মানবতার রেশ ।
হাজার বছরের সাহিত্য ভান্ডার
ইরাকি গ্রন্থালয় ,
গুরিয়ে দিলে বোমার আঘাতে
সংস্কৃতির করিলে অবক্ষয় ।
্ৈতিহ্যে ভরা ব্যাবিলনকে করিলে ধ্বংস
এরপরও নিজেকে দাবি কর, সভ্য সুধাংস ?
উপস্থান কর ন্যায় প্রতিসষ্ঠার বানী
হে নিষ্ঠুর ঘৃন্য মার্কিণী ।
রক্ত নিয়েইত গড়েছ বিজয় অহংকার
তবু কেন আজ বুলট ছুটছ নির্বিচার ?
আর কত রক্ত সুরা পানে হবে ক্লান্ত ?
কতটা লোভ মিটিয়ে হবে শান্ত ?
অশুজলে কতকাল ভাসবে ধরণী ?
হে নিষ্ঠুর ঘৃন্য মার্কিণী ।
কতকাল তোমাদের নেতৃত্বে চলবে এ হত্যাকান্ড ?
ছলনার যাপাকলে অসংখ্য ভবিষ্যত হবে পন্ড।
ছি : ধিক্কার ধক্কার হে পাষন্ড
বিধাতার নিপুন আদলতেই হোক তোমাদের দন্ড ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




