প্রতি অনুরাধা নক্ষত্রে বসি
বিক্ষিপ্ত সুখপ্রহর যোজনায়,
আদ্যোপান্ত বিহীন সুতো নিয়ে।
তুমি না ভালবাসতে ক্রম সাজানোর খেলা?
দেখোনা প্রায়শই অচেনা প্রহরের-
মাৎসর্যে ভুলে যাই কালের প্রকৃতি
ব্যাবধির দেয়াল ক্ষয়ে কখনো
চলে যায় অযাচিত তরঙ্গভঙ্গে,
কখনো রাশভারী স্থূল কালের ধাক্কায়
আবির্ভূত হই তোমার জলসা ঘরে,
খেয়ালের দানে হাত সাজিয়ে
চলে মেকি উল্লাসের সুখপ্রহর।
তুমি কি আসবে?
সাজাবে আমার সুখপ্রহর???
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৯